রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার নব কিশলয় স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে শুক্রবার রাতে সুর্বণ জয়ন্তি উৎসব শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পালন করা হয়েছে।

স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.

সাকিব আল রাব্বি, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান ও মিসেস নুরুজ্জামান। 

নব কিশলয় স্কুল এন্ড গার্লস কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও ৫০ বছর পূর্তি উৎসবে শত শত শিক্ষার্থী উপস্থিত হন। শুক্রবার দিনভর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নানান কর্মসূচির মাধ্যমে আনন্দ উল্লাস করেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিল্পপতি ও এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান তার সহধর্মিনীকে নিয়ে মঞ্চে উপস্থিত হন। ঘন্টা ব্যাপী আলোচনা শেষে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি শিক্ষণীয় উদাহরণ দেন। সেই সাথে স্কুল এন্ড কলেজের যত ধরণের সমস্যা আছে সবই অল্প সময়ের মধ্যে সমাধানের আশ^াস দেন।

তিনি আরো বলেন, চনপাড়া এক সময় মাদক আখড়া ছিল বলে শুনেছি। কিন্তু ৫ আগষ্টের পর আর এখানে মাদক নেই। মানুষ স্বস্তি পাচ্ছে। এখানে মাদকের কোনো সন্ধান পেলে আমাকে জানাবেন। সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

তাছাড়া চনপাড়ার বিদ্যাপীঠ নব কিশলয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি (ইউএনও সাইফুল ইসলাম)। আপনাদের সকল সমস্যায় পাশে আছি এবং থাকবো বলেও কথা দিচ্ছি। 

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। স্কুল জীবনই নিজের ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখতে হবে। জীবনে বড় কিছু হতে গেলে ছোট থেকেই গড়ে তুলতে হয়। বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক উন্নয়ন দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ উপজ ল উপস থ ত কল জ র

এছাড়াও পড়ুন:

যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ

একসময় ইংলিশ ফুটবলের রাজা তারাই ছিল। ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত তো বলতে গেলে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে। তখন অবশ্য নামটা প্রিমিয়ার লিগ ছিল না, ছিল প্রথম বিভাগ লিগ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকে যেন লিভারপুলের দুর্ভাগ্যের শুরু। প্রথম বিভাগ যুগে ১৮টি লিগ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে এসে জিততেই ভুলে গেল!

প্রিমিয়ার লিগে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র রাজত্ব। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ১৩বার লিগ জিতে ইউনাইটেডের মোট লিগ শিরোপা হয়ে গেল ২০টি। লিভারপুলকে পেরিয়ে তারা হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।

ইউনাইটেডের সেই আধিপত্যও শেষ হলো ২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর। কিন্তু রাজত্ব ফিরে পেল না লিভারপুল। ইংলিশ ফুটবলের নতুন রাজা হয়ে ওঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীন সর্বশেষ সাত মৌসুমে ছয়বার শিরোপা জিতে সিটি একের পর এক নতুন রেকর্ড গড়তে থাকল।

আরও পড়ুনলাল সমুদ্রে গোল উৎসবে চ্যাম্পিয়ন লিভারপুল১১ ঘণ্টা আগে

মাঝে ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল পেল ইংলিশ লিগের শিরোপার স্বাদ। তবে পৃথিবী তখন করোনা মহামারি চলছে। শিরোপা উৎসব হলো না লিভারপুলের মনের মতো।

এবার আর্নে স্লটের অধীন প্রথম মৌসুমেই আবার চ্যাম্পিয়ন লিভারপুল। সেটাও কী রাজকীয়ভাবে! চার ম্যাচ হাতে রেখে, নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ভরা গ্যালারির সামনে। লিভারপুলের এটি ২০তম লিগ শিরোপা, ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে তারাও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

ইতিহাস গড়া এই ট্রফি জেতার পর কী বলছেন লিভারপুলের খেলোয়াড়েরাকোডি গাকপোর উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • চ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না
  • বিশ্বের বড় বড় উৎসব কোথায় হয়
  • প্রাগে পুরস্কৃত ‘নট আ ফিকশন’,অনলাইনে মুক্তি ১ মে
  • ফসলের ক্ষেতে আশার আলো
  • কানে ‘আলী’, দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
  • এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
  • আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট
  • যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ