‘রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা অন্যায় হতে পারে না। শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না, ভুয়া নির্বাচন দিতেন, আপনারাও তো নির্বাচন দিতে চাচ্ছেন না। পার্থক্য তো মাঝেমধ্যে আমরা খুঁজে পাচ্ছি না।’

আজ শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল এ কথা বলেন।

১০ বছর পর মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ বিকেলে উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় নেতারা বিকেল পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান। সম্মেলনে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।

হাবিব–উন–নবী খান বলেন, ‘আমরা কেন ভোট চাই, আমরা কেন নির্বাচন চাই। আরে আমরা তো রাজনৈতিক দল, একজন কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য চাবেন, একজন ব্যবসায়ী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা চাবেন, নারীরা তাঁদের অধিকার সমন্বিত থাকুক, সেটাই চাবেন আর একজন রাজনৈতিক ব্যক্তি কী চাইবেন, জনগণের জন্য যাতে কাজ করার সুযোগ পাই এবং একটি পরিচ্ছন্ন ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়। রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা অন্যায় হতে পারে না।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে হাবিব–উন–নবী খান বলেন, ‘ওনারা ভাবছেন, ক্ষমতায় যাওয়ার মনে হয় একটা সুযোগ এসেছে। ওনাদের বলি, ভুল জীবনে বহু করেছেন। ১৯৭১–এর ভুলের কথা না–ই বললাম, ১৯৮৬ সালেও আপনারা হাসিনা-এরশাদের সঙ্গে পাতানো নির্বাচনে গিয়েছিলেন। সেটা একটা ভুল। এরপর আওয়ামী লীগ ২৩টি বছর, বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে বিরোধী দলে, কোনো দিন স্বপ্নে ভাবে নাই, আবার ক্ষমতায় আসতে পারবে, আপনারাই সেই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বারবার এই ভুলের খেসারত কে বেশি দিয়েছে, আপনারাই বেশি দিয়েছেন। আপনাদের বড় বড় নেতারা জীবন দিয়ে গেছেন, আপনাদের ভুলের খেসারতে, আবার সেই একই ভুলে ঘুরছেন। মনে রাখবেন, বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮টি সিট আছে, বিএনপির সঙ্গে না থাকলে কিন্তু আপনারা ৩টা সিট পান। সুতরাং অনুরোধ করছি, আর কোনো ভুল পথে হাঁটবেন না, সোজা পথে হাঁটুন।’

হাবিব–উন–নবী খান বলেন, ‘সবার উদ্দেশে একটি কথা বলতে চাই, কেউ বিএনপিকে দুর্বল ভাববেন না। বিএনপি কিন্তু দুর্বল নয়। বিগত ১৬টি বছর আধিপত্যবাদীর গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবগুলোকে মোকাবিলা করে, শত শত শহীদ জীবন দিয়ে, জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় বিএনপি দাঁড়িয়ে আছে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে। সুতরাং আপনারা বিএনপিকে নিয়ে এটা-ওটা ভাববেন না। তাঁদের বলছি, হাত দিয়ে কিন্তু পাহাড় ঠেলবার চেষ্টা করবেন না। আমাদের ভদ্রতা-উদারতাকে দুর্বলতা ভাববেন না। আসুন, সবাই মিলে একসঙ্গে থাকি এবং গণতন্ত্র ফিরিয়ে আনি।’

সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.

শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্যসচিব নূরুল আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কারও নাম ঘোষণা করা হয়নি। ওই পদের জন্য ভোট হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক ব এনপ র দ র বল আপন র

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন