হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘দক্ষিণ কোরিয়ায় স্মার্ট কৃষির প্রবণতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এআইই) বিভাগের ল্যাব—২ তে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এআইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

মো. কামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও একই বিভাগের অধ্যাপক ড. মো. শাহনুর কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োসিস্টেম মেশিনারি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সান ওক চ্যাং।

এ সময় উপ-উপাচার্য বলেন, “এ সেমিনারের মাধ্যমে আমরা কোরিয়ার কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান এবং ভবিষ্যৎ বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পেরেছি। বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক মেধাবী কিন্তু আমাদের সম্পদ অত্যন্ত সীমিত। ফলে কৃষি ক্ষেত্রে কোরিয়ার মতো তত বেশি এগিয়ে যেতে পারিনি। আশা করি, আস্তে আস্তে আমরা এটা কাটিয়ে উঠতে পারব।”

অধ্যাপক ড. সান ওক চ্যাং বলেন, “৩০—৩৫ বছর আগে কৃষি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান বাংলাদেশের মতই ছিল। পরবর্তীতে শ্রমিকের সংকটের কারণে কৃষির আধুনিকায়ন ও স্মার্ট প্রযুক্তির প্রয়োজন হয় এবং ধীরে ধীরে কোরিয়ার কৃষি আধুনিক প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়ে।” এ সময় তিনি কোরিয়াতে কৃষির বিভিন্ন সেক্টরে চলমান স্মার্ট টেকনোলজির প্রয়োগ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ