ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আলাপ-আলোচনার মধ্যে প্রশাসন বলছে, এ বিষয়ে গঠন করা তিন কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

সব প্রস্তুতি সম্পন্ন করার আগে ডাকসু নির্বাচন নিয়ে আগাম তারিখ ঘোষণার সুযোগ নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জনসংযোগ দপ্তর বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের বিষয়ে দায়িত্ব দেওয়া তিনটি কমিটি নিরলসভাবে কাজ করছে। এসব কমিটি প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সব অংশীজনের মতামত নিচ্ছে। তারা কয়েক দফা বৈঠক করে লিখিত মতামতও নিয়েছে।

আরো পড়ুন:

ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

দেশে ক্ষমতার পালাবদলের মধ্যে ক্যাম্পাস ছাড়া হওয়ার পর নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। এই সংগঠন বাদে অন্যান্য ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছে, মাঝেমধ্যে শোরগোলও শোনা যাচ্ছে। কয়েকটি সংগঠন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি তুলেছে। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ না দিয়ে আগে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কমিটি করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য বলেছিল, ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তুতি চূড়ান্ত করতে তারা এখন কমিটির সুপারিশের দিকে তাকিয়ে আছে।

তিন কমিটির মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনে পরামর্শ দিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। তারা কাজ করছে। 

ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আহ্বায়ক কমিটিকে।

আর ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পড়েছে আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হকের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির ওপর। 

ডাকসুর যত নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পার করেছে। এই পুরো সময়ে সেখানে ৩৭ বার ছাত্র সংসদের ভোট হয়েছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে ২৯ বার আর স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র আটবার নির্বাচন হয়েছে। সবশেষ ভোট আয়োজন করা হয় ২০১৯ সালে। তাতে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের মাধ্যমে গঠিত ছাত্র সংসদের মনোনয়নে পাঁচজন শিক্ষার্থী-প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তারা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সমস্যা ও সুযোগের বিষয়গুলো উত্থাপন করেন সিনেটে। এখন সংকট এখানেই। নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় সিনেটে থাকছেন না শিক্ষার্থী প্রতিনিধি।

ঢাকা/সৌরভ/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কম ট র স গঠন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে হকারদের পুনর্বাসন ও ট্রেড লাইসেন্সের দাবি

হকারদের পুনর্বাসন ও ই-ট্রেড লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন। সোমবার নগরের টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জাতীয় শ্রমনীতির আলোকে হকার্স পুনর্বাসন নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসন, হকার শ্রমিকদের তালিকা প্রণয়ন করে ই-ট্রেড লাইসেন্স ও যৌক্তিকভাবে ফি নির্ধারণ, শ্রম দপ্তর নিবন্ধিত ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তার হকার সদস্যদের তালিকা প্রণয়ন, সিটি করপোরেশন, শ্রম অধিদপ্তর ও হকার সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই প্রতিরোধে শ্রমিক-হকার নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা।

মতবিনিময় সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে যত্রতত্র হকাররা বসতে পারবেন না। যেভাবে নিয়ম করে দিয়েছি, সেভাবে ব্যবসা করেন। হকারদের ব্যবসা করার স্থান নির্ধারণের জন্য আমি জায়গা খুঁজছি। আমরা প্রয়োজনে হকারদের তালিকা করব। ফ্লাইওভারের নীচে পে-মার্কেট মডেলে হকারদের ব্যবসা করার জন্য বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, আগ্রাবাদ আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। এখানে পাঁচটার আগে হকাররা বসতে পারবেন না। রাস্তায় যত্রতত্র চৌকি বসানো যাবে না। নিউ মার্কেটে দুপুর তিনটার পর বসবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন,  কাজী নুরুল্লা বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, মো. আনোয়ার, মো. দুলাল, মো. বাতেন ও মো. জসিম।

সম্পর্কিত নিবন্ধ

  • যে পন্থীই হোন না কেন, একাত্তর আমার ইতিহাসের অংশ: ফরহাদ মজহার
  • জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
  • তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
  • জাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ৩১ জুলাই ভোটগ্রহণ
  • বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের তাগিদ পার্বত্য উপদেষ্টার
  • রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না, প্রকাশ হয়নি খসড়া ভোটার তালিকা
  • ঢাকা বারের নির্বাচন চেয়ে আইনজীবী অধিকার পরিষদের চিঠি
  • দেশের সব পলিটেকনিকে ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
  • নতুন কর্মসূচি ঘোষণা করল কারিগরি শিক্ষার্থীরা
  • চট্টগ্রামে হকারদের পুনর্বাসন ও ট্রেড লাইসেন্সের দাবি