খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুলিশ
Published: 20th, April 2025 GMT
খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ২৫ জনকে আটকের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আহসান হাবিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মো.
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র প্রদানের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় চারটি স্থানে মহানগর ও জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। আজ সকালে জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে ওই কর্মসূচি শুরু হয়। পরে দুপুরের মধ্যে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এর মধ্যে সকালের দিকে আবার মিছিলের পর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়ার দাবি করেছেন দলটির নেতারা। যদিও জেলা প্রশাসক স্মারকলিপি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
আরও পড়ুনখুলনায় আরও তিন স্থানে আ.লীগের ঝটিকা মিছিল, এনসিপি ও বিএনপির উদ্বেগ৩ ঘণ্টা আগেপ্রশাসনের নির্লিপ্ততায় আওয়ামী লীগ এমন মিছিল করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে খুলনা এনসিপি। এর আগেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ প্রশাসন। খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইভানের জন্মদিনে নেইমারের বাড়িতে অ্যাশেজের গান...
অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। সংগীতের বিভিন্ন পেজ থেকে গ্রুপ ও অ্যাশেজের ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এ সংগীতশিল্পীকে। জন্মদিনে অবাক করা এক উপহার পেলেন ইভান। এদিন বড় পর্দায় তাঁর গান বেজেছে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে!
জুনায়েদ ইভান