‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ প্রকল্পের উদ্বোধন
Published: 5th, May 2025 GMT
‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ শিরোনামে রাজধানী ঢাকায় সোমবার (৫ মে) একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে।
এই প্রকল্পে অর্থায়নে রয়েছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, আইডিই বাংলাদেশ এবং ভিটামিন অ্যাঞ্জেলস-এর যৌথ নেতৃত্বে পরিচালিত এই বহুমাত্রিক প্রকল্পে দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস-এর মানবকল্যাণ বিভাগ।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত অঞ্চলের গর্ভবতী নারী, মা ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যমান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শিশুর জীবনের প্রথম ১ হাজার দিনকে কেন্দ্র করে এই প্রকল্প পুষ্টিহীনতা দূর করতে সমন্বিত ও টেকসই হস্তক্ষেপ নিশ্চিত করার ওপর জোর দেয়।
আরো পড়ুন:
সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ
লক্ষ্মীপুরে তথ্য মেলা উদ্বোধন
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ দেশে মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। -বিজ্ঞপ্তি।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিরে শিফা: একটি অলৌকিক কুয়ার গল্প
মদিনা থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছে একটি কুয়া রয়েছে, যার নাম বিরে শিফা বা নিরাময় কুয়া। কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা। আরবি ‘বির’ অর্থ কুয়া এবং ‘শিফা’ অর্থ নিরাময় বা আরোগ্য। এই কুয়ার পানি রোগমুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী (সা.)-এর একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে সুপেয় ও সুস্বাদু পানিতে পরিণত হয়। আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগমুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়।
বিরে শিফা কুয়াটি মদিনা থেকে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। যুদ্ধ শেষে মহানবী (সা.) এবং তাঁর সাহাবিরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন। তখন তাঁরা বিরে শিফা কুয়ার কাছে এসে পৌঁছান।
বিরে শিফা কুয়া, মদিনা