পা‌কিস্তা‌নে ভার‌তের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছে জাতীয় নাগরিক পা‌র্টি (এন‌সি‌পি)। দল‌টি ব‌লছে, হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে, যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত করেছে। উভয়পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতির স্বার্থে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানি‌য়ে‌ছে এন‌সি‌পি।
 
আজ বুধবার দল‌টির বিবৃ‌তি‌তে এ আহ্বান জানা‌নো হয়। এ‌তে বলা হ‌য়ে‌ছে, ভারতে অবস্থান করা পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারও নেতাকর্মীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টিতে চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জান-মালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে।

সরকার এবং সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি এন‌সি‌পি সীমান্তে নজরদারি ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জা‌নি‌য়ে‌ছে। বিবৃ‌তি‌তে ব‌লে‌ছে, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। জনগণের সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতাই বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই ‘গড়বড়’

মাঠের ক্রিকেট এখন কোর্ট-কাছারির বারান্দায়! ক্রিকেট বোর্ডের প্রশাসন নির্বাচন নিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবির শরণাপন্ন হয়েছে আদালতের। তাতে বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই হয়েছে ‘গড়বড়’।

তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করার কথা ছিল। কিন্তু দুই দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে প্রকাশ করা হয়নি ভোটার তালিকার খসড়া। দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ও অতিক্রম হয়েছে ২ ঘণ্টা হল।

আরো পড়ুন:

দুই দিন পেছাল বিসিবি নির্বাচন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করার কথা। কিন্তু রাইজিংবিডি নিশ্চিত হয়েছে বিসিবি এখনও খসড়া ভোটার তালিকা তাদের কাছে পৌঁছে দেয়নি। অভিযোগের তির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে। শোনা যাচ্ছে পছন্দের কাউন্সিলরদের নাম না পেয়ে অপেক্ষা করছেন বিসিবি সভাপতি আমিনুল। এর আগেও তিনি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের নাম জমা দেওয়ার সময় দুইবার বাড়ান। দ্বিতীয় দফা সময় বাড়ানোর ক্ষেত্রে অন্য বোর্ড পরিচালকদের কোনো মতামতও নেননি বিসিবি সভাপতি।

এ নিয়ে পরিচালক ইফতেখার আহমেদ সরাসরি বলেছেন, “উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে এটা অনুমোদন করে বাড়িয়ে দিয়েছেন। একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…।’’

খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় নির্বাচনের সূচিতে আর কোনো পরিবর্তন আসবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ‘সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে’ আমিনুল ইসলাম সব সিদ্ধান্ত একা নিচ্ছেন। যিনি নিজেও বোর্ড পরিচালক প্রার্থী।  এছাড়া সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে গত শনিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকরা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ