অফিস করে বাড়ি ফেরা হলো না, পথেই ট্রাকচাপায় মৃত্যু কৃষি কর্মকর্তার
Published: 8th, May 2025 GMT
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নোয়াখালীর এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আব্বাস পাটোয়ারী (৩১)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রামগতি উপজেলার হক বাজারের দক্ষিণে হাজীগঞ্জ-তোরাবগঞ্জ সড়কে (বেড়িবাঁধ) এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আব্বাস পাটোয়ারী কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের মৌলভীরটেক গ্রামের ইউছুফ পাটোয়ারী বাড়ির বাসিন্দা
নিহত আব্বাস পাটোয়ারীর বন্ধু আবদুল মোনায়েম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আব্বাস পাটোয়ারী অফিস শেষ করে মোটরসাইকেলে করে কমলনগরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তাঁর মোটরসাইকেলটিকে হক বাজারের দক্ষিণে তোরাবগঞ্জ-হাজীগঞ্জ সড়কে বিপরীত দিক হতে আসা একটি ইটবাহী ট্রাক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে আত্মীয়স্বজনেরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো.
লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, হাজীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন বলে তিনি শুনেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দায়সারা সেবা, চিকিৎসা দেন অফিস সহায়ক
কোথাও রোগীকে সেবা দিচ্ছেন অফিস সহায়ক, কোথাও আবার স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে অফিস সহায়কের কাজ করছেন। অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রের ভবন জরাজীর্ণ। কোনোটির দেয়ালে ফাটল আবার কোনোটির ছাদ চুইয়ে পানি ঝরছে। এর মধ্যেই সীমিত জনবল নিয়ে দায়সারা সেবাতে চলছে কার্যক্রম।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা এটি। দায়সারাভাবেই চলছে এসব কেন্দ্রে চিকিৎসা। উপজেলার
পাঁচটি ইউনিয়নের ছয়টি উপস্বাস্থ্যকেন্দ্র সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়। এই ছয় কেন্দ্র হলো পাঁচুয়ারি, ধলঘাট, গুরুদাশ দত্ত, কেলিশহর, পটিয়া সদর ও বুধপুরা।
উপজেলার চিকিৎসকদের সূত্র জানায়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি কর্মকর্তা, ফার্মাসিস্ট ও অফিস সহায়কের (এমএলএস) পদ থাকার কথা। তবে ছয়টি স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটিতে চিকিৎসা কর্মকর্তা নেই। বাকিগুলোতেও লোকবলসংকট। একমাত্র ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে লোকবল রয়েছে।
সম্প্রতি এক সকালে উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে যান এ প্রতিবেদক। এ স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে।
মহাসড়কসংলগ্ন সরু গলি পেরিয়ে যেতেই দেখা যায়, ভাঙাচোরা ভবনের সামনের কক্ষে একা বসে আছেন অফিস সহায়ক জিন্নাত শাহনাজ আক্তার। সকাল ১০টা ৪৭ মিনিটে প্রতিবেদকের সঙ্গে পরিচয়পর্ব শেষে তিনি জানান, চিকিৎসক এখনো আসেননি। তাই তিনিই প্রতিদিন রোগীর বর্ণনা শুনে নাপা, ভিটামিনসহ প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন।
ভবনের ভেতরে উঁকি দিয়ে দেখা যায়, মেঝের পাকা আস্তর উঠে গেছে। দুটি অফিসকক্ষও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। শৌচাগারও তালাবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক প্রণব ঘোষ সপ্তাহে তিন থেকে চার দিন আসেন, বাকি সময় কেন্দ্র কার্যত ফাঁকা থাকে। ওই দিন দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে অবস্থান করে তাঁর দেখা পাওয়া যায়নি।
জানতে চাইলে জিন্নাত শাহনাজ আক্তার বলেন, ‘একদিকে ভবনের ঝুঁকি, অন্যদিকে সাপের ভয়। একাধিকবার সাপ ঢুকেছে আমার রুমে। একবার তো সাপ পেঁচিয়ে ফেলেছিল, ভাগ্যক্রমে রোগীর সহায়তায় রক্ষা পাই।’
অবশ্য শুধু পাঁচুরিয়া নয়। ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিত্রও একই। কেন্দ্রটিতেও দেয়ালে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারাও খসে পড়ছে। আবার দরজা-জানালাও ভাঙা। পাশের বড় হলরুমটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। জানালা, দরজাসহ নানান আসবাব ইতিমধ্যে চুরি হয়েছে বলে অভিযোগ কর্মচারীদের।
জানতে চাইলে ওই কেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (সাকমো) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এখানে বসে কাজ করতে ভয় লাগে। ২০১৫ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনো আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০–৩৫ জন রোগী চিকিৎসা নেন। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, তাঁরা নিয়মিত এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেন। এখান থেকে প্রয়োজনীয় ওষুধও পান। এই কেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ। ভেতরেই ঢুকতেই ভয় লাগে।
ধলঘাট গুরুদাশ দত্ত ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসা–সেবার দায়িত্বে রয়েছেন একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। ওই কেন্দ্রে জনবল বলতে তিনি একাই। অফিস সহায়ক না থাকায় ২০১৬ সাল থেকে স্থানীয় প্রবীণ চিত্ররঞ্জন ওয়াদ্দেদার স্বেচ্ছায় রোগীদের ওষুধ বিলির কাজ করছেন।
অন্যদিকে কেলিশহরের স্বাস্থ্যকেন্দ্রে তিন বছর ধরে চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য। এখানেও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন অফিস সহায়ক দিয়ে কোনোমতে সেবা চলছে। পটিয়া সদর স্বাস্থ্যকেন্দ্রেও একই অবস্থা। অফিস সহায়ক ও ফার্মাসিস্টকে দীর্ঘদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে। বুধপুরা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসকও প্রেষণে রয়েছেন। এটিতেও কেবল একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
চিকিৎসাকেন্দ্রের এই অচলাবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। পটিয়া সদর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা চিকিৎসক থেকে উপযুক্ত সেবা ও ওষুধ দুটোই পান। তবে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। এ কারণে অনেক সময় তাঁদের চিকিৎসা না নিয়েই ফেরত যেতে হয়।
এসব অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ, বাকি কেন্দ্রগুলোও জরাজীর্ণ। বেশ কয়েকজন চিকিৎসককে প্রেষণে অন্য জায়গায় পাঠানো হয়েছে। কনসালট্যান্টের পদও শূন্য। এ কারণে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।