বাতিল নয়, পিছিয়ে যেতে পারে লিটনদের পাকিস্তান সফর
Published: 9th, May 2025 GMT
চলতি মে মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে অনিশ্চয়তায় পড়ে গেছে এই সিরিজটি। সিরিজ বাতিলের গুঞ্জন থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা নাকচ করে দিয়েছে। তবে সময়সূচি কিছুটা পেছাতে পারে বলে জানিয়েছে জিও সুপার নিউজ।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২১ মে দুই ধাপে ফয়সালাবাদে পা রাখার কথা রয়েছে লিটন দাস, শান্ত, জাকের আলী অনিকদের। সূচি অনুযায়ী, ২৫ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কিন্তু চলমান অস্থিরতায় নির্ধারিত সময়ে সিরিজ শুরু হওয়া নিয়ে জেগেছে প্রশ্ন।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ৭ মে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ৮ মে সীমান্তবর্তী এলাকায় আক্রমণ চালায় পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
জিও সুপার জানিয়েছে, সম্প্রচার ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থাপনায় সময় লাগায় পিএসএলের খেলা শুরু হতে পারে ১৬ কিংবা ১৭ মে। আর এতেই ২৫ মে থেকে নির্ধারিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। যদি পিএসএলের ফাইনাল ২৫ বা ২৬ মে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজও কিছুদিন পিছিয়ে যেতে পারে।
এখন পাকিস্তান সফর পিছিয়ে গেলে বা স্থগিত হয়ে গেলে লিটনদের আমিরাত সফরও পড়ে যাবে অনিশ্চয়তায়। কারণ, দুবাই হয়ে যাওয়ার পথে দুটি ম্যাচ খেলাই যায়, এমন ভাবনা থেকেই করা হয়েছিল আরব আমিরাতের সূচি। যদিও পাকিস্তান সফর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বিসিবি। আগামীকাল পরিচালকদের সঙ্গে এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে, পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সিরিজটি দুবাইয়ে সরিয়ে নেওয়ার আলোচনাও চলছে বলে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র ত
এছাড়াও পড়ুন:
আইপিএল আয়োজন করতে রাজি হয়নি আরব আমিরাত
কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। যেটার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
ভারতের ড্রোন হামলায় গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। রাতে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। জম্মুসহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
নিরাপত্তার কথা মাথায় রেখে ধর্মশালায় কাল আইপিএলে পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বাতিল করা হয়েছে। আজ এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার ঘোষণাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আরও পড়ুন‘বোমা আসছে...’—ধর্মশালার ভীতিকর পরিস্থিতি নিয়ে আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার২ ঘণ্টা আগেএরপরই প্রশ্ন উঠেছে—পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও আইপিএল আপাতত বন্ধ রাখা হলো কেন? উত্তরটা দিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার।
আমিরাত ক্রিকেট বোর্ডের কর্তারা পিসিবিকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না