টেস্টকে বিদায় বলতে চান কোহলি, জানিয়েছেন বোর্ডকে
Published: 10th, May 2025 GMT
টি-২০ বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
এবার জানা গেল, বিরাট কোহলিও বিদায় বলতে চান টেস্ট ফরম্যাটকে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। এমনকি মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে এই আলোচনা।
তবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা চান কোহলি টেস্ট ক্রিকেট খেলে যাক। বিশেষ করে ইংল্যান্ড সফরের আগে তাকে অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের।
কোহলি বিদায় নিলে ‘অভিজ্ঞতাশূন্য’ দলে পরিণত হবে ভারত। কারণ এরই মধ্যে রোহিত শর্মা অবসর বলে দিয়েছেন। রবিশচন্দন অশ্বিন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেছেন। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেও নেই ভারতের দলে। এখানো টেস্ট খেলার মতো ফিটনেসে আসেননি মোহাম্মদ শামি।
বিরাট কোহলি অবসর নিলে নতুন অধিনায়ক হতে যাওয়া শুভমন গিলের জন্য বড় চাপের সফর হবে ইংল্যান্ড সিরিজ। কোহলি যদি অবসরের চিন্তা থেকে সরে না আসেন তাহলে ১২৩ টেস্টে শেষ হবে তার ১৪ বছরের ক্যারিয়ার। টেস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৯২৩০ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি