চট্টগ্রামে বিএনপির তিন অঙ্গ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের হলোগ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রথম এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

চট্টগ্রাম বিভাগের ১৩ জেলা নিয়ে এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ উপলক্ষে শনিবার দুপুর থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে হলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা। বিকেল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখার সময়ও ১৩ সাংগঠনিক জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ট্রাকে করে সমাবেশস্থলের দিকে আসছেন।

নগরীর প্রবেশমুখ এবং সমাবেশস্থলের আশপাশের স্থলগুলো গাড়ি এবং মানুষে ভরে গেছে। সমাবেশস্থলের ১ কিলোমিটার আশপাশে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবুও প্রচণ্ড রোদ উপেক্ষা করে মানুষ স্রোতের মতো সমাবেশস্থলের দিকে আসছেন। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

এদিকে প্রখর রোদের তাপ সহ্য না করতে পেরে পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর সিআরবি এলাকায় গাছতলায় এসে বিশ্রাম নিতে দেখা গেছে সমাবেশে আসা শত শত মানুষকে। তীব্র গরমে অনেককে অসুস্থ হয়ে যেতেও দেখা যায়।

সমাবেশে আসা কয়েকজন সমকালকে জানান, তারুণ্যের সমাবেশ সফল করতে তীব্র গরম উপেক্ষা করেই তারা হলোগ্রাউন্ড মাঠে এসেছেন। এখানে সবাই একত্রিত হয়ে ইতিহাস সৃষ্টি করবেন তারা।

এসব বিষয়ে কথা বলার জন্য আইনশৃঙ্গলাবাহিনীর কোনো সদস্যকে সমাবেশস্থলের আশপাশে পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র ণ য র সম ব শ আশপ শ

এছাড়াও পড়ুন:

মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগে

সার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫

নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।

আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ