শট নিয়েছেন ৫টি, গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। নিজেই গোল করেছেন একটি। রেটিং পেয়েছেন ম্যাচের সর্বোচ্চ। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

তবে ব্যক্তিগতভাবে এমন ভালো একটি ম্যাচ খেলেও লিওনেল মেসির খারাপই লাগার কথা। ম্যাচটা যে তাঁর দল হেরেছে। মেজর লিগ সকারে আজ মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত বছর দুয়েকে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি।

মিনেসোটার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চোটের কারণে দলে ছিলেন না মেসির আক্রমণের সঙ্গী লুইস সুয়ারেজ। তবে আক্রমণভাগের চেয়েও মায়ামি বেশি ভুগেছে রক্ষণে। ম্যাচের প্রথমার্ধেই হোলাগোয়ানে (৩২) ও মারকানিসের (৪৫‍+২) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে মায়ামিকে গোল এনে দেন মেসি। এটি তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল।

মেসির গোল এখন ৮৬০টি।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবধ ন

এছাড়াও পড়ুন:

আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার  রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ