বিরাট কোহলি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেট ছাড়তে চান তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সামনে ইংল্যান্ড সফর। কয়েক দিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এ অবস্থায় কোহলিকে হারানো মানে এক ধাক্কায় ভারতের ব্যাটিং লাইনআপ থেকে বিশাল অভিজ্ঞতা ঝরে যাওয়া।

বিসিসিআইয়ের এই দুশ্চিন্তা তো আছেই। তবে ব্যাটসম্যান কোহলিকে আর লাল বলে দেখা না গেলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো কিছু হবে না বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাই লারা আশা প্রকাশ করেছেন, কোহলিকে বুঝিয়ে টেস্টে আরও খেলতে রাজি করানো হবে। শুধু তা-ই নয়, ক্যারিয়ারের বাকি সময়টা কোহলি টেস্টে ৬০-এর বেশি গড়ে রান করবেন—এমনও আশা লারার।

আরও পড়ুনটিভিতে দেখে প্রেম, বোর্ডিং পাসে নিলেন ফোন নম্বর—পশের জন্য বেকহামের পাগলামি৩ ঘণ্টা আগে

কোহলি অবশ্য আনুষ্ঠানিকভাবে টেস্ট ছাড়ার ঘোষণা দেননি এখনো। তবে দুই দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এক মাস আগেই তিনি টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা বিসিসিআই কর্তাদের জানিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘তিনি (কোহলি) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’

বিরাট কোহলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হল ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ