কোহলিকে টেস্ট থেকে অবসর না নিতে রাজি করানো হবে: ব্রায়ান লারা
Published: 11th, May 2025 GMT
বিরাট কোহলি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেট ছাড়তে চান তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সামনে ইংল্যান্ড সফর। কয়েক দিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এ অবস্থায় কোহলিকে হারানো মানে এক ধাক্কায় ভারতের ব্যাটিং লাইনআপ থেকে বিশাল অভিজ্ঞতা ঝরে যাওয়া।
বিসিসিআইয়ের এই দুশ্চিন্তা তো আছেই। তবে ব্যাটসম্যান কোহলিকে আর লাল বলে দেখা না গেলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো কিছু হবে না বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাই লারা আশা প্রকাশ করেছেন, কোহলিকে বুঝিয়ে টেস্টে আরও খেলতে রাজি করানো হবে। শুধু তা-ই নয়, ক্যারিয়ারের বাকি সময়টা কোহলি টেস্টে ৬০-এর বেশি গড়ে রান করবেন—এমনও আশা লারার।
আরও পড়ুনটিভিতে দেখে প্রেম, বোর্ডিং পাসে নিলেন ফোন নম্বর—পশের জন্য বেকহামের পাগলামি৩ ঘণ্টা আগেকোহলি অবশ্য আনুষ্ঠানিকভাবে টেস্ট ছাড়ার ঘোষণা দেননি এখনো। তবে দুই দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এক মাস আগেই তিনি টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা বিসিসিআই কর্তাদের জানিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘তিনি (কোহলি) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’
বিরাট কোহলি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক হল ক
এছাড়াও পড়ুন:
টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিরাট কোহলি বলেছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের এই সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’
আরও পড়ুনফোন, মিষ্টি, সিরিশ কাগজ—ক্রিকেটারদের পকেটে যত অস্বাভাবিক জিনিস২ ঘণ্টা আগেগত বুধবার টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তারপর কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর জানা গেল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে বিসিসিআইয়ের নির্বাচকেরা কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
টেস্টে গত পাঁচ বছরে প্রত্যাশার প্রতিদান খুব কমই দিতে পেরেছেন কোহলি