অ্যাডামসকে না করে টেইটকে আনছে বিসিবি
Published: 11th, May 2025 GMT
আন্দ্রে অ্যাডামস আউট। শন টেইট ইন। বিষয়টি এমনই দাঁড়াচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দিচ্ছে। আন্দ্রে অ্যাডামসের সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তাকে না করে দিয়েছে। পারস্পরিক সমঝোতায় দুই পক্ষই নিজেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
ফলে আনুষ্ঠানিকভাবে আন্দ্রে অ্যাড্যামসের যাত্রা শেষ হয়েছে। বিসিবি তাকে আনুষ্ঠানিক বিদায় দিয়েছে। ক্রিকেটাররা ড্রেসিংরুমে তাকে ফুল দিয়ে বিদায়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। ২০২৩ বিশ্বকাপের পরপরই অ্যাডামসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। শুরু থেকে তার কাজ নিয়ে খুব একটা বিশেষ কিছু মনে হয়নি সংশ্লিষ্টদের। গড়পড়তা পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে আগ্রহী নয় বিসিবি।
আরো পড়ুন:
বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্ত ‘এখনই নয়’
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
শন টেইন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। বাংলাদেশে বিপিএলে একাধিকবার কাজ করেছেন। প্রস্তাব পেলে বাংলাদেশ ক্রিকেটে কাজ করবেন সেই কথাও গণমাধ্যমে বলেছেন একাধিকবার। সেই আশা পূরণ হতে যাচ্ছে শিগগিরিই। বিসিবি ও টেইটের কথাও প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।
তবে বাংলাদেশ দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচকে পাচ্ছে না। এই সিরিজে পেস বোলিং কোচ হিসেবে কেউ থাকবে না। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন টেইট। এর আগে পাকিস্তান জাতীয় দলে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে