সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন
Published: 13th, May 2025 GMT
সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান এই কোচকে আজ নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির ওয়েবসাইটেও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৬ মে থেকে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন ৫০ বছর বয়সী হেসন।
আরও পড়ুনআইপিএলের মতো পিএসএলও শনিবার পুনরায় শুরু১ ঘণ্টা আগেপিসিবির বিবৃতিতে বলা হয়, ‘শূন্য পদের জন্য জমা পড়া প্রচুর আবেদনপত্র পর্যালোচনার ভিত্তিতে হেসন এ পদে নিয়োগ পেলেন, যা গত এপ্রিলে পাকিস্তানের ছেলেদের দলের নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি পড়ে ছিল। কেনিয়া, নিউজিল্যান্ডসহ হেসন এর আগে বেশ কিছু জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পাকিস্তান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ।’
হেসনকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘সাদা বলের সংস্করণে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে আরও ভালো করার ক্ষেত্রে সাফল্যময় অতীত এবং প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। দলে আপনাকে স্বাগতম মাইক!’
পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করা আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন হেসন। গ্যারি কারস্টেন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দায়িত্ব পাওয়া আকিবকে হাই পারফরম্যান্সের পরিচালক পদে নিয়োগ দিয়েছে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নতুন পদ পাওয়ার পরও পিসিবির নির্বাচক কমিটিতে ভোটের ক্ষমতাপ্রাপ্ত পাঁচ সদস্যের একজন হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন সাবেক এই পেসার। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ পদে থাকতেও এই দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’৫ ঘণ্টা আগেগত এপ্রিলে কোচের পদ শূন্য হওয়ার পর পাকিস্তানের কোচ হওয়ার আলোচনায় হেসনের নাম উঠে আসে। পরিবর্তিত সূচিতে ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল হবে ২৫ মে। পরের দিন জাতীয় দলের দায়িত্ব নেবেন হেসন এবং সাদা বলে পাকিস্তানের কোচ হিসেবে তাঁর প্রথম চ্যালেঞ্জ হবে বাংলাদেশ সিরিজ। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ভারত–পাকিস্তান সংঘাত শুরু হওয়ায় যা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। দুই প্রতিবেশী দেশের যুদ্ধবিরতির পর পিএসএল পুনরায় শুরুর দিন–তারিখ আজ জানানো হয়।
পিএসএলের পরিবর্তিত সূচিতে ফাইনাল যেদিন হবে, সেদিন ফয়সালাবাদে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। অর্থাৎ দুটি সূচি সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পাল্টে যাওয়ার সম্ভাবনাই বেশি।
২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন তিনি। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। এই দায়িত্ব তিনি ছাড়েন ২০২৩ সালে।
লাল বলের সংস্করণে এ মুহূর্তে কোচ নেই পাকিস্তান জাতীয় দলের। কবে এই সংস্করণে কোচ নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি লাল বলের সংস্করণে কোচের দায়িত্ব ছাড়ার পর দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচের দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন জ ত য় দল র স স করণ
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে
দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।
দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারেনৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।
ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।
ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।
আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে