সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন
Published: 13th, May 2025 GMT
সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান এই কোচকে আজ নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির ওয়েবসাইটেও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৬ মে থেকে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন ৫০ বছর বয়সী হেসন।
আরও পড়ুনআইপিএলের মতো পিএসএলও শনিবার পুনরায় শুরু১ ঘণ্টা আগেপিসিবির বিবৃতিতে বলা হয়, ‘শূন্য পদের জন্য জমা পড়া প্রচুর আবেদনপত্র পর্যালোচনার ভিত্তিতে হেসন এ পদে নিয়োগ পেলেন, যা গত এপ্রিলে পাকিস্তানের ছেলেদের দলের নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি পড়ে ছিল। কেনিয়া, নিউজিল্যান্ডসহ হেসন এর আগে বেশ কিছু জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পাকিস্তান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ।’
হেসনকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘সাদা বলের সংস্করণে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে আরও ভালো করার ক্ষেত্রে সাফল্যময় অতীত এবং প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। দলে আপনাকে স্বাগতম মাইক!’
পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করা আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন হেসন। গ্যারি কারস্টেন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দায়িত্ব পাওয়া আকিবকে হাই পারফরম্যান্সের পরিচালক পদে নিয়োগ দিয়েছে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নতুন পদ পাওয়ার পরও পিসিবির নির্বাচক কমিটিতে ভোটের ক্ষমতাপ্রাপ্ত পাঁচ সদস্যের একজন হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন সাবেক এই পেসার। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ পদে থাকতেও এই দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’৫ ঘণ্টা আগেগত এপ্রিলে কোচের পদ শূন্য হওয়ার পর পাকিস্তানের কোচ হওয়ার আলোচনায় হেসনের নাম উঠে আসে। পরিবর্তিত সূচিতে ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল হবে ২৫ মে। পরের দিন জাতীয় দলের দায়িত্ব নেবেন হেসন এবং সাদা বলে পাকিস্তানের কোচ হিসেবে তাঁর প্রথম চ্যালেঞ্জ হবে বাংলাদেশ সিরিজ। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ভারত–পাকিস্তান সংঘাত শুরু হওয়ায় যা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। দুই প্রতিবেশী দেশের যুদ্ধবিরতির পর পিএসএল পুনরায় শুরুর দিন–তারিখ আজ জানানো হয়।
পিএসএলের পরিবর্তিত সূচিতে ফাইনাল যেদিন হবে, সেদিন ফয়সালাবাদে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। অর্থাৎ দুটি সূচি সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পাল্টে যাওয়ার সম্ভাবনাই বেশি।
২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন তিনি। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। এই দায়িত্ব তিনি ছাড়েন ২০২৩ সালে।
লাল বলের সংস্করণে এ মুহূর্তে কোচ নেই পাকিস্তান জাতীয় দলের। কবে এই সংস্করণে কোচ নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি লাল বলের সংস্করণে কোচের দায়িত্ব ছাড়ার পর দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচের দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন জ ত য় দল র স স করণ
এছাড়াও পড়ুন:
লালদিয়া টার্মিনাল নির্মাণে এপিএম টার্মিনালসের সঙ্গে সরকারের চুক্তি
লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষ এ চুক্তিতে সই করে। এতে ডেনমার্ক, বাংলাদেশ সরকার ও বন্দর সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নেন।
চুক্তিতে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।
ডেনমার্কের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএস এপিএম টার্মিনালসের হেড অব ইনভেস্টমেন্ট ভাস্কর সেনগুপ্ত, ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোসে হ্যানসেন ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন (অব.) ও নৌপরিবহন সচিব নুরুন্নাহার চৌধুরী।
অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনবলেন, ‘এই চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান। যাঁদের মধ্যে এ নিয়ে সন্দেহ ছিল, আশা করি, আজ তা দূর হবে।’ তাঁর আরও আশা, এই ধারাবাহিকতায় মোংলা সমুদ্রবন্দর পরিচালনায়ও বিদেশি বিনিয়োগ আসবে।
পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, ‘লালদিয়া দেখিয়ে দিয়েছে—পিপিপি শুধু তত্ত্বে নয়, বাস্তবেও কার্যকর। ভবিষ্যতেও আমরা বাস্তবায়ন-কেন্দ্রিক অবকাঠামো উন্নয়নেই মনোযোগ দেব।’ তিনি আরও জানান, আগামী কয়েক বছরে চারটি নতুন সমুদ্রবন্দর বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে আছে একটি গভীর সমুদ্রবন্দর, একটি আন্তর্জাতিক টার্মিনাল ও একটি নির্ধারিত মুক্ত বাণিজ্য অঞ্চল।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকেই ডেনমার্কের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। গত পাঁচ দশকে দুই দেশের উন্নয়ন সহযোগিতার সফলতা দেখা গেছে। তিনি আরও বলেন, ‘আজ আমাদের সম্পর্ক সহায়তা থেকে ব্যবসায় রূপ নিয়েছে। মাথাপিছু হিসাবে ডেনমার্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য। বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য পূরণে লালদিয়া প্রকল্প নতুন মাইলফলক।’
পরিবহন কোম্পানি মেয়ার্স্কের চেয়ারম্যান রবার্ট মেয়ার্স্ক উগলা বলেন, লালদিয়া হবে অত্যাধুনিক গ্রিনফিল্ড টার্মিনাল; সেখানে নিরাপত্তা, অটোমেশন ও স্থায়িত্বের সর্বোচ্চ মান থাকবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। সেই সঙ্গে লজিস্টিকস খাতের অগ্রযাত্রায় এটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।