সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান এই কোচকে আজ নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির ওয়েবসাইটেও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২৬ মে থেকে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন ৫০ বছর বয়সী হেসন।

আরও পড়ুনআইপিএলের মতো পিএসএলও শনিবার পুনরায় শুরু১ ঘণ্টা আগে

পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘শূন্য পদের জন্য জমা পড়া প্রচুর আবেদনপত্র পর্যালোচনার ভিত্তিতে হেসন এ পদে নিয়োগ পেলেন, যা গত এপ্রিলে পাকিস্তানের ছেলেদের দলের নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি পড়ে ছিল। কেনিয়া, নিউজিল্যান্ডসহ হেসন এর আগে বেশ কিছু জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পাকিস্তান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ।’

হেসনকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘সাদা বলের সংস্করণে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে আরও ভালো করার ক্ষেত্রে সাফল্যময় অতীত এবং প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। দলে আপনাকে স্বাগতম মাইক!’

পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করা আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন হেসন। গ্যারি কারস্টেন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দায়িত্ব পাওয়া আকিবকে হাই পারফরম্যান্সের পরিচালক পদে নিয়োগ দিয়েছে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নতুন পদ পাওয়ার পরও পিসিবির নির্বাচক কমিটিতে ভোটের ক্ষমতাপ্রাপ্ত পাঁচ সদস্যের একজন হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন সাবেক এই পেসার। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ পদে থাকতেও এই দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’৫ ঘণ্টা আগে

গত এপ্রিলে কোচের পদ শূন্য হওয়ার পর পাকিস্তানের কোচ হওয়ার আলোচনায় হেসনের নাম উঠে আসে। পরিবর্তিত সূচিতে ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল হবে ২৫ মে। পরের দিন জাতীয় দলের দায়িত্ব নেবেন হেসন এবং সাদা বলে পাকিস্তানের কোচ হিসেবে তাঁর প্রথম চ্যালেঞ্জ হবে বাংলাদেশ সিরিজ। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ভারত–পাকিস্তান সংঘাত শুরু হওয়ায় যা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। দুই প্রতিবেশী দেশের যুদ্ধবিরতির পর পিএসএল পুনরায় শুরুর দিন–তারিখ আজ জানানো হয়।

পিএসএলের পরিবর্তিত সূচিতে ফাইনাল যেদিন হবে, সেদিন ফয়সালাবাদে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। অর্থাৎ দুটি সূচি সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পাল্টে যাওয়ার সম্ভাবনাই বেশি।

২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন তিনি। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। এই দায়িত্ব তিনি ছাড়েন ২০২৩ সালে।

লাল বলের সংস্করণে এ মুহূর্তে কোচ নেই পাকিস্তান জাতীয় দলের। কবে এই সংস্করণে কোচ নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি লাল বলের সংস্করণে কোচের দায়িত্ব ছাড়ার পর দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচের দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন জ ত য় দল র স স করণ

এছাড়াও পড়ুন:

চলে গেলেন শিক্ষাবিদ যতীন সরকার

বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যতীন সরকারের ছেলে সুমন সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। জুন মাসে বেশ কিছু কারণে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁকে ময়মনসিংহে তাঁর মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তাঁকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রথম আলোকে বেলা সাড়ে তিনটার দিকে জানান, বেলা ২টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এখন লাশ হাসপাতালেই আছে। সেখান থেকে জেলার উদীচী কার্যালয়ে বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে সেখান থেকে নিজ জেলা নেত্রকোণায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। সেখানে শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন।

সম্পর্কিত নিবন্ধ