রাজধানীর বিজয় সরণি উড়ালসড়ক–সংলগ্ন ময়লার স্তূপের পাশের নালা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রোজা মনি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের প্রথম আলোকে বলেন, শিশুটি তার মা শিল্পী আক্তার ও বোনদের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকত। বাবা নূর আলম প্রবাসী। গতকাল সোমবার দুপুরের পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে উড়ালসড়কের পাশে একটি ময়লার স্তূপের পাশের নালায় বস্তাবন্দী লাশ দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এসআই আবদুল কাদের বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পাঁচ বোনের মধ্যে রোজা ছিল সবার ছোট।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক সংসদ সদস্য শামীমা

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই)  রুকনুজ্জামান।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামীমাকে গ্রেপ্তার করে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার দুপুরে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম। শামীমার পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শামিমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়, একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। ওই মহাসমাবেশে চলানো হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল নেতার বিরুদ্ধে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • আরামবাগে ধারালো অস্ত্র দিয়ে যুবককে হত্যা
  • জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক সংসদ সদস্য শামীমা