রাজধানীর মতিঝিলের আরামবাগে মো. মোমিন (২০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আরামবাগ টিঅ্যান্ডটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, মতিঝিল টিঅ্যান্ডটি কলেজের সামনে মোমিন নামের ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই জুলহাস বলেন, নিহত যুবকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

রাজধানীর বিজয় সরণি উড়ালসড়ক–সংলগ্ন ময়লার স্তূপের পাশের নালা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রোজা মনি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের প্রথম আলোকে বলেন, শিশুটি তার মা শিল্পী আক্তার ও বোনদের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকত। বাবা নূর আলম প্রবাসী। গতকাল সোমবার দুপুরের পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে উড়ালসড়কের পাশে একটি ময়লার স্তূপের পাশের নালায় বস্তাবন্দী লাশ দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এসআই আবদুল কাদের বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পাঁচ বোনের মধ্যে রোজা ছিল সবার ছোট।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল নেতার বিরুদ্ধে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
  • জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক সংসদ সদস্য শামীমা