জুলাই অভ্যুত্থানে ৮ জন স্কাউট শহীদ হয়েছে: শারমীন মুরশিদ
Published: 14th, May 2025 GMT
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘‘জুলাই অভ্যুত্থানে স্কাউটদের মধ্য থেকে ৮ জন শহীদ হয়েছে, যা ভাষা আন্দোলনে শহীদ সংখ্যার দ্বিগুণ। অথচ তাদের কথা ইতিহাসে স্থান পাচ্ছে না।’’
বুধবার রাজধানীর বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তরে গার্লস-ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শারমীন মুরশিদ বলেন, ‘‘বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্কাউটিং শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে চরিত্রবান, আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।’’
নারীর প্রতি অসম্মানজনক দৃষ্টিভঙ্গি সমাজ থেকে দূর করতে আন্তর্জাতিক দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রতিদিন যদি আমরা নারীদের সম্মান দিতে পারি, তবে আলাদা করে নারী দিবসের প্রয়োজন থাকবে না। কিন্তু এখনও সমাজে নারীর চলার পথে নানা বাধা রয়েছে, যা প্রতিক্রম করতেই এসব দিবসের আয়োজন।”
গণআন্দোলনে তরুণদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে তরুণদের, বিশেষ করে স্কাউটদের ভূমিকা ছিল। আন্দোলনে স্কাউটদের মধ্য থেকে ৮ জন শহীদ হয়েছে, যা ভাষা আন্দোলনের শহীদ সংখ্যার দ্বিগুণ। অথচ তাদের কথা ইতিহাসে স্থান পাচ্ছে না। এটি আমাদের আত্মজিজ্ঞাসার কারণ হওয়া উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘ছাত্ররা মেধাভিত্তিক সমাজ ও সমান সুযোগ চেয়েছে। তাদের সেই যুক্তিসঙ্গত আন্দোলনে মেয়েরা অগ্রণী ভূমিকা রেখেছে, রক্ত দিয়েছে, সাহসিকতা দেখিয়েছে। অথচ তারা হারিয়ে যাচ্ছে। যেমন হারিয়ে গিয়েছিল ৭১-এর নারী মুক্তিযোদ্ধারাও।’’
অনুষ্ঠানে উপদেষ্টা ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক স্কাউটদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শন করেন এবং নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সোশ্যাল ফোর্স গঠনের ঘোষণা দেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্লস-ইন-স্কাউটিং জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক এবং গার্লস-ইন-স্কাউটিং জাতীয় উপকমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার রুপা।
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য জানাতে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।
বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হিসাবের যাবতীয় তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির হিসাবে অস্বাভাবিক কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে।
আরো পড়ুন:
১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার
১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায়
যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।
ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা সাবেক ডেপুটি গভর্নররা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকগুলোকে পাঠানো বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/নাজমুল/সাইফ