পরিবার ছাড়া দেখা নিষেধ-এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী।

১৩ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব-এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ছবিটি ঈদের আমেজে দেশ ও বিদেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। এত তারকা একসঙ্গে একটি সিনেমায় কাজ করা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারেই বিরল ঘটনা।

ঘোষণা অনুষ্ঠানে শিল্পীরা মুখোশ পরে উপস্থিত হন, পরে একসঙ্গে মুখোশ খুলে দর্শকদের সামনে আসেন তাঁরা।

পরিচালক তানিম নূর জানান, পরিবার নিয়ে দেখা যায় এমন একটি সিনেমা বানানোর ইচ্ছা থেকেই উৎসব-এর জন্ম। ঈদে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে দেখার মতো সিনেমা খুব কম বানানো হয়। এই অভাববোধ থেকেই এই চলচ্চিত্রের চিন্তা।

অভিনেতা জাহিদ হাসান বলেন, অনেকদিন পর এত শিল্পী একসঙ্গে কাজ করেছি। আমাদের আনন্দ দর্শকরাও অনুভব করবেন।

অপি করিম মনে করেন, এই প্রজন্ম তাঁদের একসঙ্গে দেখেনি, তাই সুযোগটা হাতছাড়া করতে চাননি। ভাবলাম, দর্শক দেখে ফেলুক আমরা এখনও আছি।

আফসানা মিমির মতে, পরিবার ছাড়া দেখা নিষেধ-এই বাক্যটাই তাঁকে নাড়া দিয়েছে। অনেকদিন ধরে তিনি পরিবার নিয়ে বসে দেখা যায় এমন কাজের অপেক্ষায় ছিলেন।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহ-প্রযোজক চরকি ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জয় আহস ন একসঙ গ পর ব র

এছাড়াও পড়ুন:

‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না ভারত: নরেন্দ্র মোদি

ভারত কোনও ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর।

সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ভাষণে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে কোনও ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর।

নরেন্দ্র মোদি বলেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। পাকিস্তান কী করে, সেটাই নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু কেউ যদি ভুল করে আমাদের দুর্বল ভাবার, তার উপযুক্ত জবাব আমরা দেবো।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি...অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন।’

তিনি আরও বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটা যুদ্ধের কাল নয়, আবার সন্ত্রাসবাদের কালও নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের কিছু পয়েন্ট...
•দেশের সক্ষমতা ও স্থিতিশীলতা দেখা গেছে। প্রথমে আমি সশস্ত্র বাহিনী, আধা-সামরিক বাহিনী ও সব গোয়েন্দা সংস্থাকে অভিবাদন জানাই। প্রত্যেক ভারতীয়র পক্ষ থেকে আমি সৈনিকদের শ্রদ্ধা জানাই।
• আমরা আমাদের বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।
• অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয়; এটি আমাদের জনগণের আবেগের প্রতিফলন। এটি ন্যায়বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার।
• ২২ এপ্রিল বেসামরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা লোকজনকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে শিশুদের সামনে হত্যা করেছে। এটি আমাকে গভীরভাবে আঘাত করেছে। এই হামলার পর গোটা জাতি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছিল।
• আমাদের বাহিনী পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে।
• মাত্র ৩ দিনে আমরা পাকিস্তানের অকল্পনীয় ক্ষয়ক্ষতি করেছি।
• আমাদের পদক্ষেপের ব্যাপকতা কেউ কল্পনাও করতে পারেনি।
• আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সন্ত্রাসীদের কাঁপিয়ে দিয়েছে।
• বাহাওয়ালপুর ও মুরিদকে ছিল সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়।
• আমরা সেসব সন্ত্রাসী বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছি।
• হামলায় পাকিস্তানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কেন তিনি একসঙ্গে বাস করেও ২০ বছর ধরে স্ত্রীর সঙ্গে কথা বলেননি
  • রাত কাটাতে হোটেলে প্রেমিক যুগল, এরপর...
  • ভক্তদের চাওয়া পূরণ করতে জুটি বাঁধছেন রাশমিকা-বিজয়!
  • সাগরপাড়ে প্রেমের ঢেউ, চমকের চুমুর ছবি ভাইরাল!
  • চমক বললেন, স্বামীকে রাজার মত গড়ে তুলেছি
  • ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করেছে: মোদি
  • ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না ভারত: নরেন্দ্র মোদি
  • ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ দুই সহোদরের লাশ