পরিবার ছাড়া দেখা নিষেধ-এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী।

১৩ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব-এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ছবিটি ঈদের আমেজে দেশ ও বিদেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। এত তারকা একসঙ্গে একটি সিনেমায় কাজ করা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারেই বিরল ঘটনা।

ঘোষণা অনুষ্ঠানে শিল্পীরা মুখোশ পরে উপস্থিত হন, পরে একসঙ্গে মুখোশ খুলে দর্শকদের সামনে আসেন তাঁরা।

পরিচালক তানিম নূর জানান, পরিবার নিয়ে দেখা যায় এমন একটি সিনেমা বানানোর ইচ্ছা থেকেই উৎসব-এর জন্ম। ঈদে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে দেখার মতো সিনেমা খুব কম বানানো হয়। এই অভাববোধ থেকেই এই চলচ্চিত্রের চিন্তা।

অভিনেতা জাহিদ হাসান বলেন, অনেকদিন পর এত শিল্পী একসঙ্গে কাজ করেছি। আমাদের আনন্দ দর্শকরাও অনুভব করবেন।

অপি করিম মনে করেন, এই প্রজন্ম তাঁদের একসঙ্গে দেখেনি, তাই সুযোগটা হাতছাড়া করতে চাননি। ভাবলাম, দর্শক দেখে ফেলুক আমরা এখনও আছি।

আফসানা মিমির মতে, পরিবার ছাড়া দেখা নিষেধ-এই বাক্যটাই তাঁকে নাড়া দিয়েছে। অনেকদিন ধরে তিনি পরিবার নিয়ে বসে দেখা যায় এমন কাজের অপেক্ষায় ছিলেন।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহ-প্রযোজক চরকি ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জয় আহস ন একসঙ গ পর ব র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব’। আগামী রোববার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠন অংশ নেবে। ডাকসু তারুণ্যের এই উৎসবে সহ-আয়োজক হিসেবে রয়েছে।

শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং কমিটির সদস্যসচিব ফাতেমা বিনতে মুস্তফা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, সামাজিক সচেতনতা ও নেতৃত্বগুণ বিকাশে ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে দিনজুড়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, ক্লিন ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম।

এ ছাড়া বছরজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবাবিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালা, পুষ্টি ও খাদ্যবিষয়ক অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, আইন ও নাগরিক দায়িত্ববিষয়ক সচেতনতা কর্মসূচি, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশন, পরিবেশ সচেতনতা কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত নিবন্ধ

  • কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • আধুনিক টিভির যত আধুনিক সুবিধা
  • রওশন জাহান: বোন, শিক্ষক ও সহযোদ্ধা
  • বিদেশি খেলোয়াড়, দেশি খেলোয়াড় চিন্তা করে বাংলাদেশ জিততে পারবে না—বললেন শমিত
  • দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের মূলমন্ত্র কী? জানালেন ৮৪ বছর ধরে একসঙ্গে থাকা এই দম্পতি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার
  • দুজন তারকার কী বিয়ে করা উচিত, যা বললেন মিথিলা