পরিবার ছাড়া দেখা নিষেধ-এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী।

১৩ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব-এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ছবিটি ঈদের আমেজে দেশ ও বিদেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। এত তারকা একসঙ্গে একটি সিনেমায় কাজ করা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারেই বিরল ঘটনা।

ঘোষণা অনুষ্ঠানে শিল্পীরা মুখোশ পরে উপস্থিত হন, পরে একসঙ্গে মুখোশ খুলে দর্শকদের সামনে আসেন তাঁরা।

পরিচালক তানিম নূর জানান, পরিবার নিয়ে দেখা যায় এমন একটি সিনেমা বানানোর ইচ্ছা থেকেই উৎসব-এর জন্ম। ঈদে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে দেখার মতো সিনেমা খুব কম বানানো হয়। এই অভাববোধ থেকেই এই চলচ্চিত্রের চিন্তা।

অভিনেতা জাহিদ হাসান বলেন, অনেকদিন পর এত শিল্পী একসঙ্গে কাজ করেছি। আমাদের আনন্দ দর্শকরাও অনুভব করবেন।

অপি করিম মনে করেন, এই প্রজন্ম তাঁদের একসঙ্গে দেখেনি, তাই সুযোগটা হাতছাড়া করতে চাননি। ভাবলাম, দর্শক দেখে ফেলুক আমরা এখনও আছি।

আফসানা মিমির মতে, পরিবার ছাড়া দেখা নিষেধ-এই বাক্যটাই তাঁকে নাড়া দিয়েছে। অনেকদিন ধরে তিনি পরিবার নিয়ে বসে দেখা যায় এমন কাজের অপেক্ষায় ছিলেন।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহ-প্রযোজক চরকি ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জয় আহস ন একসঙ গ পর ব র

এছাড়াও পড়ুন:

উৎসবের আনন্দে ভরা পূজার মেলা

২ / ৯উৎসবের অন্যতম অনুষঙ্গ তিলের নাড়ু, যা মিষ্টিপ্রেমীদের কাছে মেলার অন্যতম আকর্ষণ

সম্পর্কিত নিবন্ধ

  • সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সাহায্য করে দুর্গোৎসব: আনিসুল ইসলাম মাহমুদ
  • দেবী দুর্গার বিদায়ের সুরে রাজশাহীতে প্রতিমা বিসর্জন
  • ঢাকঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, বৈরী আবহাওয়ায়ও মানুষের ঢল
  • অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক: হাওলাদার
  • দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
  • উৎসবের আনন্দে ভরা পূজার মেলা
  • নাটোরে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির
  • একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রেশমা
  • বিশ্বব্যবস্থা: যুক্তরাষ্ট্র সরে গেলে বাকি পশ্চিমাদের এগিয়ে আসতে হবে
  • একটি আপেল যেভাবে বদলে দিয়েছে মহাবিশ্বের ধারণা