বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে সরকার
Published: 15th, May 2025 GMT
পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি অপেক্ষায় ছিল বাংলাদেশ সরকারের অনুমতির। অবশেষে তাও মিলে গেল।
বৃ্হস্পতিবার (১৫ মে) বিকেলে বিসিবির একটি সূত্র অনুমতি পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘‘সরকার অনুমতি দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়া বাকি।’’
আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে।
আরো পড়ুন:
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসানও
এই স্বীকৃতি আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে: মিরাজ
মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে।
নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফয়স ল ব দ
এছাড়াও পড়ুন:
আইপিএলের নতুন সূচি ঘোষণা, ফাইনাল কলকাতায় হচ্ছে না
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএলের মতো স্থগিত হয়েছিল আইপিএলও। পিএসএল ১৭ মে শুরু হচ্ছে। একই দিন আইপিএলও শুরুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেঙ্গালুরুয় কলকাতা ও বেঙ্গালুরু ১৭ মে’র ম্যাচে মুখোমুখি হবে।
ফাইনাল দিয়ে ৩ জুন শেষ হবে টুর্নামেন্ট। বিসিসিআই বিবৃতিতে বলেছে, সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল অংশীদারদের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করে তারা আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
ছয় ভেন্যুতে আইপিএলের বাকি ১৭ ম্যাচ আয়োজন করা হবে। ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, কানপুর ও লক্ষ্নৌ। এর মধ্যে গ্রুপ পর্বের ১৩ ম্যাচের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হলেও কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের ভেন্যু ঘোষণা করা হয়নি।
তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একটি কোয়ালিফায়ার ও আইপিএলের ফাইনাল হতে পারে বলে দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম। পূর্বের সূচিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল।
এর আগে আইপিএল নতুন করে শুরুর ক্ষেত্রে বলা হয়েছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থায় নিরাপত্তা শঙ্কা থেকে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে দূরে রাখতে ভারতের দক্ষিণাংশের তিন শহর চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুয় টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করা হবে।