মারধরের শিকার রেফারি নয়ন বললেন, ‘বিচার পেয়েছি’
Published: 16th, May 2025 GMT
গত রোববার ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জি এম চৌধুরী নয়ন মারধরের শিকার হন, যা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় উঠে। সেই ঘটনা পর্যালোচনা শেষে বাফুফের শৃঙ্খলা কমিটি জড়িত ব্যক্তিদের শাস্তি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বাফুফে সেই শাস্তির বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। রেফারি নয়নকে মারধরের ঘটনায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবের গোলকিপার শাহ আলম ও চার ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলামকে এক বছরের জন্য বাফুফে আয়োজিত সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।
জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়ায় খুশি নয়ন। ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি আজ প্রথম আলোকে বলেছেন, ‘হ্যাঁ, বিচার পেয়েছি। এভাবে শাস্তি হলে রেফারিদের জন্য ভালো। আমরা তো মানুষ, আমাদেরও ভুল হতে পারে। যদিও আমার সিদ্ধান্তে ভুল ছিল না। আর কোনো রেফারি যদি ভুলও করেন তাঁকে এভাবে মারা উচিত নয়।’
ঘটনার সূত্রপাত এক পেনাল্টিকে ঘিরে। সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সিটি ক্লাবের বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি নয়ন। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে এলিট একাডেমি।
সমতার পর অতিরিক্ত সময়ের আরও দুই মিনিটের খেলা মাঠে গড়ায়। সেই দুই মিনিট শেষে রেফারি নয়ন ম্যাচ শেষের বাঁশি বাজাতেই কিছু লোক মাঠে ঢুকে তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন।
আরও পড়ুনঢাকার মাঠে রেফারিরা কেন অনিরাপদ১৩ মে ২০২৫যদিও সিটি ক্লাবের টিম ম্যানেজার আমির হোসেন বলছিলেন ভিন্ন কথা, ‘দেখুন রেফারি যেটা পেনাল্টি দিয়েছেন, সেটা কিছুতেই পেনাল্টি হতে পারে না। এরপর তিনি যা করেছেন, সেটাও তো মেনে নেওয়া যায় না। ম্যাচ শেষ হওয়ার আগেই বাঁশি বাজিয়ে দেন। এটা কেমন কথা!’
রেফারি লাঞ্ছিত হওয়ার আরও কয়েকটি ঘটনা গত বুধবারের সভায় পর্যালোচনা করে বাফুফের শৃঙ্খলা কমিটি। এরপর বিভিন্ন মেয়াদ ও ধারা অনুযায়ী দেওয়া হয় শাস্তি। যার মধ্যে, শৃঙ্খলাভঙ্গের জন্য ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুই ক্লাবের কয়েকজন খেলোয়াড়কেও শাস্তি দিয়েছে শৃঙ্খলা কমিটি।
আরও পড়ুনম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ৬ মাস নিষিদ্ধ সাদ৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
এঁচোড় গোশতের রেসিপি
উপকরণ
কাঁচা কাঁঠাল টুকরা করা ১ বাটি, গরুর মাংস ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, হলুদগুঁড়া আধা চামচ, রসুন কোয়া ৫-৬টি, মরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলা ও তেজপাতা পরিমাণমতো, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
আরও পড়ুনপাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি ১৩ আগস্ট ২০২৫প্রণালিগরম ফুটন্ত পানিতে কাঁচা কাঁঠাল একটু লবণসহ দিয়ে বলক এনে আধা সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে এতে রসুন কোয়া, তেজপাতা, গরমমসলা ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে এতে একে একে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিন। মাংস কষিয়ে নিয়ে এতে পরিমাণমতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর এতে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনপালংশাক দিয়ে কাসুন্দি মুরগির রেসিপি৩১ মিনিট আগে