মারধরের শিকার রেফারি নয়ন বললেন, ‘বিচার পেয়েছি’
Published: 16th, May 2025 GMT
গত রোববার ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জি এম চৌধুরী নয়ন মারধরের শিকার হন, যা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় উঠে। সেই ঘটনা পর্যালোচনা শেষে বাফুফের শৃঙ্খলা কমিটি জড়িত ব্যক্তিদের শাস্তি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বাফুফে সেই শাস্তির বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। রেফারি নয়নকে মারধরের ঘটনায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবের গোলকিপার শাহ আলম ও চার ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলামকে এক বছরের জন্য বাফুফে আয়োজিত সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।
জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়ায় খুশি নয়ন। ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি আজ প্রথম আলোকে বলেছেন, ‘হ্যাঁ, বিচার পেয়েছি। এভাবে শাস্তি হলে রেফারিদের জন্য ভালো। আমরা তো মানুষ, আমাদেরও ভুল হতে পারে। যদিও আমার সিদ্ধান্তে ভুল ছিল না। আর কোনো রেফারি যদি ভুলও করেন তাঁকে এভাবে মারা উচিত নয়।’
ঘটনার সূত্রপাত এক পেনাল্টিকে ঘিরে। সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সিটি ক্লাবের বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি নয়ন। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে এলিট একাডেমি।
সমতার পর অতিরিক্ত সময়ের আরও দুই মিনিটের খেলা মাঠে গড়ায়। সেই দুই মিনিট শেষে রেফারি নয়ন ম্যাচ শেষের বাঁশি বাজাতেই কিছু লোক মাঠে ঢুকে তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন।
আরও পড়ুনঢাকার মাঠে রেফারিরা কেন অনিরাপদ১৩ মে ২০২৫যদিও সিটি ক্লাবের টিম ম্যানেজার আমির হোসেন বলছিলেন ভিন্ন কথা, ‘দেখুন রেফারি যেটা পেনাল্টি দিয়েছেন, সেটা কিছুতেই পেনাল্টি হতে পারে না। এরপর তিনি যা করেছেন, সেটাও তো মেনে নেওয়া যায় না। ম্যাচ শেষ হওয়ার আগেই বাঁশি বাজিয়ে দেন। এটা কেমন কথা!’
রেফারি লাঞ্ছিত হওয়ার আরও কয়েকটি ঘটনা গত বুধবারের সভায় পর্যালোচনা করে বাফুফের শৃঙ্খলা কমিটি। এরপর বিভিন্ন মেয়াদ ও ধারা অনুযায়ী দেওয়া হয় শাস্তি। যার মধ্যে, শৃঙ্খলাভঙ্গের জন্য ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুই ক্লাবের কয়েকজন খেলোয়াড়কেও শাস্তি দিয়েছে শৃঙ্খলা কমিটি।
আরও পড়ুনম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ৬ মাস নিষিদ্ধ সাদ৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
রঙ্গনা সিনেমার শুটিংয়ে ফিরছেন শাবনূর
চলচ্চিত্রপ্রেমীদের স্বপ্নের নায়িকা শাবনূর। একটা সময় তাঁর নামেই হল ভরে যেত। বেশ বিরতির পর তিনি অভিনয়ে ফিরেছিলেন ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে। সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয়। মে মাসে সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এরপর কেটে গেল ১৪ মাসেরও বেশি সময়।
ওই সময় তিনি জানিয়েছিলেন, নিজেকে আরও একটু প্রস্তুত হয়েই শুটিংয়ে ফিরবেন তিনি। ‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। তাই শুটিং পিছিয়েছিলেন শাবনূর। অস্ট্রেলিয়া থেকে মোবাইল ফোনে তিনি বলেছিলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।’
এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা বলেছিলেন নির্মাতা আরাফাত। জানিয়েছিলেন, ‘দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এ কারণেই দীর্ঘ একটা বিরতি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পন্ন। আশা করছি, ডিসেম্বরে আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করতে পারব।”
এর মধ্যে গুজব রটে যায়, শাবনূর সম্মানীর কারণে নতুন করে শিডিউল পাচ্ছেন না। এ কারণে মাঝপথে থেমে গেছে রঙ্গনার কাজ। নির্মাতা তাঁর সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সিনেমার দুই দফা কাজ পিছিয়েছে। আবার শাবনূরও সিনেমার কাজের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না। এ কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। ওই সময় খবর ছড়িয়েছে, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। এমন খবরে চলতি বছর জানুয়ারিতে সিনেমায় তাঁর কাজ করা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন শাবনূর।
ফেসবুকে ওই অভিনেত্রী লেখেন, ‘আমার সিনেমা-সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না। এরপর কেটে গেল ৫ মাস। তবুও শুটিংয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না শাবনূরের। তাহলে কবে শুটিংয়ে ফিরবেন শাবনূর? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। গরম পড়ছে প্রচুর। এটি কমলে শুটিংয়ের কথা ভাবব। শাবনূর আপুর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। তাঁর সন্তানের স্কুল বন্ধের ব্যাপার রয়েছে। সবকিছু পজিটিভ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমার শুটিং করার পরিকল্পনা আছে।’
শাবনূরও শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্টজনদের কাছে। বরাবরের মতো এবারও শুটিংয়ে ফেরা না ফেরা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চলতি বছর এপ্রিল মাসের শুরুতে শাবনূর তাঁর অসুস্থ মাকে নিতে ৮ ঘণ্টার জন্য ঢাকায় আসেন। ফিরেও যান চুপিসারে। আর গত মাসের মাঝামাঝি সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এরপর বাসায় বিশ্রাম ছিলেন। এখন সুস্থ বলে জানিয়েছেন এই নন্দিত অভিনেত্রী।