গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন পেলেন অনুদানের চেক
Published: 16th, May 2025 GMT
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়। ‘সি’ ক্যাটেগরিভুক্ত জেলার পাঁচ উপজেলার ৭৯ জনকে ৭৯ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, ‘যতবার জুলাই যোদ্ধাদের সঙ্গে একত্র হই, ততবারই নতুন শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিকরা আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পান। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল। এ চেক শুধু আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদরের ইউএনও রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: অন দ ন
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় শহীদ ও আহতদের স্বরণে এনসিপির দোয়া
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরনে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির ফতুল্লা থানা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও কেন্দ্রীয় সংগঠক শওকত আলী।
আবদুল্লাহ আল আমিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মানে অবশ্যই শহীদ পরিবার ও আহতদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তাদের আত্মত্যাগের কারনেই আজকের এই বাংলাদেশ। ইতোমধ্যে সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য নানান কার্যক্রম হাতে নিয়েছে।
আমাদের জুলাই ঘোষনাপত্র ঘোষিত হয়েছে। এখন আমাদের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন। এই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করে যেতে হবে। কেবল নির্বাচনের জন্য এই সরকারকে দায়িত্ব দেয়া হয়নি।
জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত প্রতিটি মানুষের আত্মত্যাগ এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ প্রদর্শক হবে জুলাই সনদ। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।’
আলোচনা সভা শেষে শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।