গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন পেলেন অনুদানের চেক
Published: 16th, May 2025 GMT
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়। ‘সি’ ক্যাটেগরিভুক্ত জেলার পাঁচ উপজেলার ৭৯ জনকে ৭৯ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, ‘যতবার জুলাই যোদ্ধাদের সঙ্গে একত্র হই, ততবারই নতুন শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিকরা আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পান। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল। এ চেক শুধু আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদরের ইউএনও রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: অন দ ন
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ: সার্বিক পর্যালোচনায় কমিটি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য পাঁচ মন্ত্রণালয়ের উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।