খুলনার সার্কিট হাউজ মাঠে বিকেল তিনটায় শুরু হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকমীরা সমাবেশে অংশ নেবেন।

সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। তীব্র তাপদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন।

এর মধ্যে খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ হাদিস পার্কে অবস্থান করছেন। খুলনার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর গোলকমনি পার্কে অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা ও শহীদ হাদিস পার্কের ছায়ায় অবস্থান‌ করেছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র তাপের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকেল তিনটার মধ্যেই তারা মাঠে চলে আসবেন।

কেন্দ্রঘোষিত আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশে বক্তব্য দেবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দল র ক ন দ র য় ন ত কর ম র অবস থ ন য বদল র

এছাড়াও পড়ুন:

জবিতে ৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি, ক্লাস শুরু ২২ জুন

৪ বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ২২ জুন স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠাসো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির

সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে ভর্তির প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভর্তির সার্বিক কার্যক্রমও সুচারু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

দীর্ঘদিন সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এবার নিজেদের আয়োজনে পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ