খুলনার সার্কিট হাউজ মাঠে বিকেল তিনটায় শুরু হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকমীরা সমাবেশে অংশ নেবেন।

সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। তীব্র তাপদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন।

এর মধ্যে খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ হাদিস পার্কে অবস্থান করছেন। খুলনার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর গোলকমনি পার্কে অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা ও শহীদ হাদিস পার্কের ছায়ায় অবস্থান‌ করেছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র তাপের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকেল তিনটার মধ্যেই তারা মাঠে চলে আসবেন।

কেন্দ্রঘোষিত আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশে বক্তব্য দেবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দল র ক ন দ র য় ন ত কর ম র অবস থ ন য বদল র

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়া ফেরিডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউওয়াঙ্গি থেকে বালির পথে যাচ্ছিলো। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ