আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে কাজল অভিনত বলিউড সিনেমা ‘মা’। এখন সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় গিয়ে হাজির হলেন এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দিলেন কাজল। এসময় অভিনেত্রীকে একঝলক দেখতে ভিড় জমায় ভক্তরা।

পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। বলেন, ‘কলকাতায় আসা তার কাছে মায়ের কাছেই আসা। যখনই কলকাতায় আসি মনে হয় মা-বাবার বাড়ি এলাম। ছবির প্রচার শুরু করার আগে আমার মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।’

এসময় ‘মা’ সিনেমা নিয়েও কথা বলেন কাজ। তার ভাষ্য, ‘এই সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, এটা আমার জীবনে অভিনয় করা সবচেয়ে শক্তিশালী একটা চরিত্রে মধ্যে একটি হয়ে থাকবে। এটা একটা মাইথোলজিক্যাল হরর সিনেমা। আমি নিশ্চিত যে এটা সকলকে চমকে দেবে।’

বিশাল ফুরিয়ার পরিচালনায় ‘মা’ সিনেমার প্রধান নারী চরিত্রে রয়েছেন কাজল। অজয় দেবগণ ও জ্যোতি দেশপান্ডের প্রযোজনায় আসছে সিনেমাটি। ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এই সিনেমা। রয়েছে সাসপেন্স, অ্যাকশন।

কাজাল ছাড়া এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রায়, জিতিন গুলাটি, গোলাপ সিংসহ অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক জল কলক ত য়

এছাড়াও পড়ুন:

৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ 

মানিকগঞ্জের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হয়। এসময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এর আদালতে ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাত দিনের রিমান্ড শুনানি হয়। এতে মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এসময় আদালত চত্বরে মমতাজের শাস্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে ও প্রিজনভ্যানে তোলার সময় মমতাজের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তাঁর শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আদালত পুলিশের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালে ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। 

ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ 
  • বন্দরে বৃদ্ধ দাদন হত্যার ঘটনায় মামলা, জামাতা গ্রেপ্তার 
  • রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে আগুন
  • সাংবাদিক জিসানের মুক্তি দাবি ও হামলা, মামলার প্রতিবাদে বিক্ষোভ
  • বুধবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিলেন ইশরাকের সমর্থকরা
  • ধর্ষণ মামলায় কারাগারে নোবেল
  • ‘আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন?’