কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম: কাজল
Published: 22nd, May 2025 GMT
আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে কাজল অভিনত বলিউড সিনেমা ‘মা’। এখন সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় গিয়ে হাজির হলেন এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দিলেন কাজল। এসময় অভিনেত্রীকে একঝলক দেখতে ভিড় জমায় ভক্তরা।
পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। বলেন, ‘কলকাতায় আসা তার কাছে মায়ের কাছেই আসা। যখনই কলকাতায় আসি মনে হয় মা-বাবার বাড়ি এলাম। ছবির প্রচার শুরু করার আগে আমার মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।’
এসময় ‘মা’ সিনেমা নিয়েও কথা বলেন কাজ। তার ভাষ্য, ‘এই সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, এটা আমার জীবনে অভিনয় করা সবচেয়ে শক্তিশালী একটা চরিত্রে মধ্যে একটি হয়ে থাকবে। এটা একটা মাইথোলজিক্যাল হরর সিনেমা। আমি নিশ্চিত যে এটা সকলকে চমকে দেবে।’
বিশাল ফুরিয়ার পরিচালনায় ‘মা’ সিনেমার প্রধান নারী চরিত্রে রয়েছেন কাজল। অজয় দেবগণ ও জ্যোতি দেশপান্ডের প্রযোজনায় আসছে সিনেমাটি। ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এই সিনেমা। রয়েছে সাসপেন্স, অ্যাকশন।
কাজাল ছাড়া এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রায়, জিতিন গুলাটি, গোলাপ সিংসহ অনেকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে প্রবাসী স্বামীর বাড়িতে স্ত্রীর তালা
সিদ্ধিরগঞ্জে জোর পূর্বক সম্পত্তি লিখে নিতে সন্ত্রাসী দিয়ে নিজাম উদ্দিন নামে এক প্রবাসীর ৬ তলা বাড়িতে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তার স্ত্রী উম্মে হাবিবা বিন্দুর বিরুদ্ধে। গত বুধবার (১১ জুন) সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা এলাকার প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বন্দর থানার গকুলদাসেরবাগ এলাকার আ: বাতেনের মেয়ে ও প্রবাসী নিজাম উদ্দিনের ভাগ্নী মাহমুদা (৪০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার বাসিন্ধা তার মামী উম্মে হাবিবা বিন্দু (২৬), মামীর বাবা বাবুল (৫০) ও মামীর মা সখি (৪৫) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে মাহমুদা উল্লেখ করেন, গত ৯বছর পূর্বে আমার মামার সাথে উম্মে হাবিবা বিন্দুর বিবাহ হয়। আমার মামার পরিবারে ২টি পুত্র সন্তান আছে। আমার মামা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী হওয়ার সুবাদে বিবাদীরা আমার মামার টাকা বিভিন্ন ভাবে অপচয় করিত। গত ৫বছর পূর্বে বিবাদী বাবুল আমার মামার কাছ থেকে জমি ক্রয় ও ব্যবসায়ীক কারণে হাওলাত বাবদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।
গত ৩ বছর পূর্বে আমার মামা দেশে এসে তার স্ত্রী বিন্দুর কাছে উক্ত টাকা দাবি করলে তিনি ক্ষীপ্ত হয়ে আমার মামাকে অকথ্য ভাষায় গাল মন্দ করিতে থাকে। এসময় আমার মামা উক্ত বিষয়টি তার শ্বশুর বাবুলকে জানাইলে তারা উক্ত টাকা দিব-দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে।
এরই উপর ভিত্তি করে গত ২ মাস পূর্বে পুনরায় আমার মামা তার শ্বশুরের কাছে টাকা দাবি করলে তিনি উক্ত টাকা দিবে না মর্মে জানায়। এমনকি আমার মামাকে জানায় আমার মামা যদি সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকার গোদনাইল মৌজাস্থিত ৬তলা বিশিষ্ট বাড়িটি তার স্ত্রীর নামে লিখিয়া না দেয় তাহলে তাকে বড় ধরণের ক্ষতি সাধন করবে।
অভিযোগে মাহমুদা আরো উল্লেখ করেন, গত বুধবার আমার মামার শ্বশুর ও শ্বাশুড়ী সহ আরো ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে গোদনাইল তাঁতখানা এলাকার আমার মামার বাড়ীতে প্রবেশ করে আমার মামার অজ্ঞাতসারে ভাংচুর চালায়।
এসময় উক্ত বাড়ীতে আমার খালা সালেহা (৫০) অবস্থানকালে তারা তাকে বাড়ী থেকে বের করে দেয়। একপর্যায়ে তারা উক্ত বাড়ী তালা বদ্ধ করে চলে যায়। এসময় তারা আমার খালাকে জানায় আমার মামা যদি উক্ত বাড়ী তার স্ত্রীর নামে লিখিয়া না দেয় তাহলে তারা আমার মামাকে জানে মারিয়া ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান আলী জানান, দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তবে বাড়িতে তালা দেয়ার বিষয়ে নিজামের স্ত্রী বিন্দু ও তার শ্বশুর বাবুলকে জিজ্ঞাসা করেছিলাম। তারা অস্বীকার করেছে। যেহেতু বিষয়টি পারিবারিক তাই উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।