‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী
Published: 30th, October 2025 GMT
১. ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. কম্বোডিয়া
ঘ. উত্তর কোরিয়া
উত্তর: খ. ভিয়েতনাম
২. কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ‘ক্লাউড সিডিং’–এর জনক হিসেবে পরিচিত—
ক. লয়েড অগাস্টাস
খ. রোনাল্ড ব্রেসলো
গ. ভিনসেন্ট শেফার
ঘ. ক্লাউস শোয়াব
উত্তর: গ. ভিনসেন্ট শেফার
৩.
সম্প্রতি কোন শতবর্ষী প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল রুটে ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে?
ক. পিএস টার্ন
খ. পিএস লেপচা
গ. পিএস অস্ট্রিচ
ঘ. পিএস মাহসুদ
উত্তর: ঘ. পিএস মাহসুদ
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৬ ঘণ্টা আগে৪. বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে ইসরায়েলের কোন কারাগারে আটক রাখা হয়েছিল?
ক. আয়ালন
খ. নিৎজান
গ. কেৎজিয়েত
ঘ. হেরমন
উত্তর: গ. কেৎজিয়েত
৫. দক্ষিণ–পূর্ব এশীয় দেশগুলোর জোট ASEAN-এর ১১তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে—
ক. পূর্ব তিমুর
খ. ব্রুনেই
গ. লাওস
ঘ. বাংলাদেশ
উত্তর: ক. পূর্ব তিমুর
৬. ঐতিহাসিক সীমান্ত বিরোধ মেটাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি হয়—
ক. ১৫ অক্টোবর ২০২৫
খ. ১৮ অক্টোবর ২০২৫
গ. ২২ অক্টোবর ২০২৫
ঘ. ২৬ অক্টোবর ২০২৫
উত্তর: ঘ. ২৬ অক্টোবর ২০২৫
৭. সম্প্রতি মালয়েশিয়ায় কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
ক. ৩৯তম
খ. ৪৪তম
গ. ৪৭তম
ঘ. ৫০তম
উত্তর: গ. ৪৭তম (২৬-২৮ অক্টোবর ২০২৫)
আরও পড়ুনআকার বাড়ছে বিজিবির: নতুন ২,২৫৮টি পদ অনুমোদন২৬ অক্টোবর ২০২৫৮. ২০২৫ সালের APEC শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক. দক্ষিণ কোরিয়া
খ. সিঙ্গাপুর
গ. মালয়েশিয়া
ঘ. চীন
উত্তর: ক. দক্ষিণ কোরিয়া (৩১ অক্টোবর–১ নভেম্বর)
৯. বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
ক. ১৬২তম
খ. ১৭৫তম
গ. ১৮৭তম
ঘ. ১৯৩তম
উত্তর: ঘ. ১৯৩তম
১০. সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মোন্থা’র নামকরণ করেছে কোন দেশ?
ক. ফিলিপাইন
খ. থাইল্যান্ড
গ. মিয়ানমার
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: খ. থাইল্যান্ড (‘মোন্থা’ অর্থ সুগন্ধি ফুল)
১১. ‘UN House in Bangladesh’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া, রাজশাহী
খ. কক্সবাজার, চট্টগ্রাম
গ. গুলশান, ঢাকা
ঘ. আগারগাঁও, ঢাকা
উত্তর: গ. গুলশান, ঢাকা
আরও পড়ুনবিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, পদ ৩০৮২০ অক্টোবর ২০২৫১২. রাশিয়ার তৈরি কার্যত ‘বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম’ ক্ষেপণাস্ত্র—
ক. বুরেভেসতনিক
খ. টোপল-এম
গ. স্টর্ম শ্যাডো
ঘ. কোবরা
উত্তর: ক. বুরেভেসতনিক
১৩. ‘মেলোনি ডকট্রিন’ প্রণয়ন করেছে কোন ইউরোপীয় দেশ?
ক. ফ্রান্স
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. সুইজারল্যান্ড
উত্তর: খ. ইতালি (ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রস্তাবিত)
১৪. ChatGPT–এর পূর্ণরূপ কী?
ক. Chatting Global Protocol Tool
খ. Chat Generative Process Transformer
গ. Common Generative Pre-trained Text
ঘ. Chat Generative Pre-trained Transformer
উত্তর: ঘ. Chat Generative Pre-trained Transformer
১৫. প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
ক. ২০ অক্টোবর
খ. ২১ অক্টোবর
গ. ২৪ অক্টোবর
ঘ. ২৫ অক্টোবর
উত্তর: গ. ২৪ অক্টোবর
আরও পড়ুনস্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৮৫২৯ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবেচারুকলা অনুষদ ভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার)।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ভুক্ত এ-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার)।
বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার)।
সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ডি-ইউনিটে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
কলা ও আইন অনুষদ ভুক্ত বি-ইউনিটের ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু আজ, ৫ ইউনিটের আদ্যপান্ত জেনে নিন ৬ ঘণ্টা আগেসভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫