নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি, অংশ নেবেন ইশরাক
Published: 29th, May 2025 GMT
রাজধানী ঢাকার নগর ভবনে আজ বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
‘ঢাকাবাসী’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীদের বড় একটি অংশ যুক্ত আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আন্দোলনকারী ব্যক্তিরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন। এ সময় ‘শপথ নিয়ে টালবাহানা, মানি না মানব না’, ‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দিতে শোনা যায়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আন্দোলনের মুখ্য সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ইশরাক হোসেন নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেবেন । তাঁর এ ঘোষণার পর সেখানে ভিড় বাড়তে থাকে।
মশিউর রহমান আরও বলেন, ‘শপথ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না। জনতার মেয়র ইশরাক হোসেনকে জনতার দায়িত্ব নিতে দিতে হবে। এর বিকল্প হলে ঢাকাবাসী কঠিন আন্দোলন গড়ে তুলবে।’
নগর ভবনে বিক্ষোভ শুরু হয় ১৪ মে। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও ইশরাকের সমর্থকেরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার তাঁদের কর্মসূচি শুরু হয়। টানা ১৬ দিনের আন্দোলনে নগর ভবনের সব সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে কথা হলো হেকমত আলীর সঙ্গে। তিনি বেচারাম দেউরি থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছেন। তিনি বলেন, ‘দুই সপ্তাহ ধরে ঘুরছি। কাজ হচ্ছে না। কর্মচারীরা বলেছিল, আজকে ১২টার পর অফিস খুলবে। এ কারণে আজকে আবার এসেছি। কিন্তু দেখি তালা মারা।’
আরও পড়ুনইশরাককে মেয়র করার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে, নগর ভবন অচল২৮ মে ২০২৫২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান কর্মসূচি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইশর ক হ স ন নগর ভবন র সমর
এছাড়াও পড়ুন:
দুর্নীতিবাজ রাজনীতিবিদদের থেকে তরুণদের দূরে থাকতে হবে: মজিবুর রহমান
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণেরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে পড়েছে। তরুণেরা রাজনীতিসচেতন হলে রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত হবে। গতকাল বুধবার রাতে ১০টার দিকে ফেনী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির ফেনী জেলা শাখার এ সভার আয়োজন করেছিল। পরে গতকাল রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়ে জানানো হয়।
সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশি রাখতে চান। এসব রাজনীতিবিদের থেকে তরুণদের দূরে থাকতে হবে। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অনন্য। দুর্যোগে তরুণদের এভাবে এগিয়ে আসা আশাব্যঞ্জক
সংগঠনটির ফেনী জেলা শাখার আহ্বায়ক আহছান উল্যাহ মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন। শাখার সদস্যসচিব ফজলুল হক এটির সঞ্চালনা করেন। এ সময় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মজিবুর রহমান। এতে আরও অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পোর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।