Samakal:
2025-07-10@18:48:44 GMT

বিশ্বমঞ্চে বাংলার কনসার্ট

Published: 10th, July 2025 GMT

বিশ্বমঞ্চে বাংলার কনসার্ট

বাংলাদেশের সংগীত অঙ্গনের তারকারা এখন শুধু দেশে নয়, নিয়মিতভাবে দেশের বাইরেও কনসার্টে অংশ নিচ্ছেন। প্রবাসী বাঙালিদের আনন্দ দেওয়ার পাশাপাশি তারা বিশ্বমঞ্চে তুলে ধরছেন বাংলাদেশের সংস্কৃতি ও সৃজনশীলতা। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিবছরই বাংলাদেশি তারকাদের নিয়ে আয়োজন হয়। এতে যেমন তারকারা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেন, তেমনি বিদেশে জন্ম নেওয়া নতুন প্রজন্মের প্রবাসী বাঙালিদের সঙ্গে দেশের একটি সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি হয়।

বিদেশে কনসার্টে অংশগ্রহণ নিয়ে চিরকুটের দলপ্রধান শারমীন সুলতানা সুমী বলেন, ‘কয়েক দশক ধরেই দেশের বাইরের কনসার্টে এ দেশের শিল্পীদের অংশগ্রহণ বেড়েছে। এরই মধ্যে বিদেশে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে চিরকুট। সামনে আরও কনসার্ট রয়েছে। বিদেশে কনসার্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার বড় সুযোগ। এ কারণে বিদেশে কনসার্টের প্রতি শিল্পীদের আগ্রহ বাড়ছে।’ 

প্রীতম হাসান বলেন, ‘বাংলাদেশি তারকাদের বিদেশ কনসার্ট এখন শুধু জনপ্রিয়তার বিষয় নয়; এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও পরিচয়কে বিশ্ববাসীর কাছে তুলে ধরার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, সংস্কৃতির ক্ষেত্রেও হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশগ্রহণকারী দেশ।’

তারকাদের যত কনসার্ট
চলতি জুলাই মাসে দেশের অনেক তারকাশিল্পী বিদেশে অবস্থান করছেন। দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তাঁর ভক্ত সংখ্যা অগণিত। পুরোনো গানেই তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ।

বর্তমানে নগর বাউল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে এরই মধ্যে তাদের কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবে তারা। আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা রয়েছে। যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই গায়ক প্রতীক হাসান ও প্রীতম হাসান। বর্তমানে দু’জনেই আমেরিকায় অবস্থান করছেন। কনসার্টটি আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে জেমসের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে সমান থাকায় তাঁকে দেখার জন্য দর্শকের আগ্রহ সব সময়ই বেশি থাকে। পাশাপাশি প্রতীক ও প্রীতমের গ্রহণযোগ্যতাও অনেক। তাই দেশের সংগীতের এই জনপ্রিয় তিনজনকে একত্র করতে পেরে আয়োজকরা আনন্দিত। বিদেশে আয়োজনের মাধ্যমে আবারও কনসার্টে ফিরেছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি এখন চাইছেন গানের ভুবনে স্বরূপে ফিরতে।

অসংখ্য সাড়া জাগানো গানের শিল্পী ও স্রষ্টা কুমার বিশ্বজিৎ জানান, কানাডায় শো করার পরই তিনি ছুটে যাবেন ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়ায়। সেখানে ‘লিজেন্ড আনলিস্ট’ শিরোনামে আয়োজিত ধারাবাহিক কনসার্টে অংশ নেবেন। ২৩ আগস্ট তিনি পারফর্ম করবেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে। এরপর নিউ সাউথ ওয়েলসের জমকালো শহর সিডনিতে কনসার্ট করবেন ৩০ আগস্ট। পরদিনই শো করবেন কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনে। সিডনি ও ব্রিসবেনের শো দুটিতে আভাস ব্যান্ডের তারকাশিল্পী তানযীর তুহীনের পারফর্ম করার কথা রয়েছে। সব শেষে ৬ সেপ্টেম্বর পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কনসার্ট করার মধ্য দিয়ে ইতি টানবেন বলেও জানিয়েছেন এই শিল্পী।

কুমার বিশ্বজিতের গানে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে চলেছেন ভক্ত-অনুরাগীরা। কয়েক দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্ম যাঁর অনবদ্য গায়কীতে বুঁদ হয়ে আছে, তাঁর নীরব হয়ে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। বিশ্বজিৎ সে কথা বুঝতে পেরেছেন বলেই হয়তো ফিরে আসছেন শ্রোতাদের কাছে। তাঁর কথায়, ‘দর্শক-শ্রোতাই শিল্পীজীবনের চালিকাশক্তি; তাদের ভালো লাগা, মন্দ লাগা আর প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে এতটা পথ পাড়ি দেওয়া। তাই মনে করি, মৃত্যুর পরও আমার গান যদি শ্রোতাদের মাঝে বেঁচে থাকে, সেটিই হবে বড় প্রাপ্তি। হয়তো আমিও এমন করেই বেঁচে থাকব আমার গান দিয়ে, পৃথিবীতে ভ্রমণের সার্থকতা আমার হয়তো সেখানেই।’

আগামী ১৯ ও ২০ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ‘আনন্দমেলা’। প্রবাসীদের আমন্ত্রণে এ আয়োজনে গাইবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, দিলশাদ নাহার কনা। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস দীর্ঘ চার দশক ধরে নিজেদের গানে ভক্তদের মাতিয়ে রেখেছে। দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ডটি চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু করেছিল মাসব্যাপী কনসার্ট ট্যুর ‘লিগ্যাসি ট্যুর ইউএসএ ২০২৫’। যুক্তরাষ্ট্রে ৩০তম ট্যুরের মাইলফলক অর্জনের মুহূর্তটি স্মরণীয় করতে এই বিশেষ উদযাপনের আয়োজন করা হয়। ১১ এপ্রিল হিউস্টনের স্ট্যাফোর্ড সেন্টার অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ট্যুরের আনুষ্ঠানিকতা। 
আয়োজকদের মতে, এটি মায়ামিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলাদেশি মিউজিক কনসার্ট। মাইলসের প্রধান হামিন আহমেদ বলেন, ‘হিউস্টন ও মায়ামির দর্শকের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। এই ট্যুর আমাদের জন্য আবেগের, কারণ ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে আমেরিকায় ট্যুর শুরু করেছিলাম। মাইলসের ওই ট্যুর ছিল দীর্ঘ সংগীত যাত্রার এক অনন্য মাইলফলক।’

‘লিগ্যাসি ট্যুরে’ মাইলস আরও পারফর্ম করেছে ডালাস, নিউইয়র্ক, নিউজার্সি, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, অস্টিন, মিশিগান, বাফেলোসহ বেশ কয়েকটি বড় শহরে। এরপর অস্টিনে কনসার্টে অংশ নিয়েছে মাইলস। সামনে আরও বড় কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে ব্যান্ডটির।

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। এর মধ্যে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি ঘরোয়া কনাসার্টে অংশ নিয়েছেন তিনি। একই দেশে আরও শো করার কথা রয়েছে তাঁর। 
ডিজিটাল যুগে বিশ্বমঞ্চ ও চ্যালেঞ্জ 

বিদেশে পারফর্ম করা মানে বাড়তি সম্মাননা। তবে এর সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জও। ভাষাগত সীমাবদ্ধতা, ভেন্যু ব্যবস্থাপনা, দর্শক নিয়ন্ত্রণ, প্রযোজকদের দায়িত্বশীলতা– সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক কনসার্ট এক বড় আয়োজন। তবুও বাংলাদেশের অনেক শিল্পী পেশাদারিত্বের সঙ্গে এ ধরনের আয়োজন সামলাচ্ছেন। ফলে তাদের প্রতি বিদেশি শ্রোতাদেরও আগ্রহ বাড়ছে।

বর্তমানে সামাজিক মাধ্যম, ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে দেশের গণ্ডি পেরিয়ে অনেক শিল্পী রাতারাতি আন্তর্জাতিক পরিচিতি পাচ্ছেন। বিদেশে কনসার্টে যাওয়ার আগেই শ্রোতারা তাদের গান সম্পর্কে অবগত থাকেন। ফলে একটি প্রস্তুত ভক্ত শ্রেণি সেখানে অপেক্ষা করে। 
এ প্রসঙ্গে পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিদেশে এ দেশের শিল্পীদের কনসার্ট ক্রমেই বাড়ছে। বিশ্বমঞ্চে চ্যালেঞ্জ নিয়ে গান করছেন এ দেশের শিল্পীরা। বিদেশে বাংলাদেশি তারকাদের অংশগ্রহণ ও সফলতা আমাদের জন্য গর্বের। দেশীয় সংস্কৃতির এমন প্রতিনিধিত্ব আরও বাড়ুক– এটিই কামনা করি সব সময়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ ন করছ য ক তর ষ ট র ব শ বমঞ চ কনস র ট ক র জনপ র য় ত রক দ র ন করছ ন প র তম আম দ র ম ইলস করব ন আগস ট

এছাড়াও পড়ুন:

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনার মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘বহিরাগতরা’। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শুরুর আগে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সেখান থেকে জোবায়দুর রহমানের অপসারণ দাবি করে এক পক্ষ। আরেক পক্ষ তাঁকে চেয়ারম্যান করার দাবি জানিয়ে মিছিল করে।

জানা গেছে, দুই পক্ষের মধ্যে এ রকম পাল্টাপাল্টির মধ্যে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের অনুরোধে এক পর্যায়ে দুই পক্ষই সেখান থেকে সরে যায়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় বেলা আড়াইটায়।
বাংলাদেশ ব্যাংক গত ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল-মাসুদ সমকালকে বলেন, ‘পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ঐক্য আছে। ব্যাংকের বাইরে বিক্ষোভকারীরা সবাই বহিরাগত।’
ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জোবায়দুর রহমানকে গত মে মাসে পরিচালক নিয়োগের পর আগের অনিয়মে সম্পৃক্তদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। যে কারণে একটি পক্ষ তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছে।

জানা গেছে, গতকালের পর্ষদ সভা থেকে নতুন করে দুটি অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত আগস্টের মধ্যে এই ফার্ম বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করবে। এ ছাড়া ব্যাংকটির আরডিএস প্রকল্পে নিয়োগ পাওয়াদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর একটি অংশকে মূল ব্যাংকিংয়ে স্থানান্তর করা হবে। একটি সময় এ নিয়ম থাকলেও এস আলম ২০১৭ সালে ব্যাংকটি দখলের পর তা বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ