নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
Published: 10th, July 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শহরে নাশকতা, লুটপাট, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার নবীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করে মামলাটি করে।
ঘটনার পর শহরে জারি করা ১৪৪ ধারা গতকাল বুধবার রাত ১২টার পর প্রত্যাহার করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
এদিকে আজ নবীগঞ্জ শহরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। তবে যেসব দোকান ও প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো এখনো কার্যক্রম শুরু করতে পারেনি।
নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শান্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। উভয় পক্ষের লোকজন নিয়ে আমরা বসেছিলাম। কোনো সমাধানে এখনো পৌঁছাতে না পারায় আজ আবারও আমরা বসব। আশা করি, এ বিষয়ে একটা সমাধানে আমরা যেতে পারব।’
আরও পড়ুনসংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত, নবীগঞ্জ শহরে ১৪৪ ধারার সময়সীমা বেড়েছে০৯ জুলাই ২০২৫নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় হত্যাসহ নাশকতা হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি। তবে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে পুলিশ বাদী হয়ে ৩২ জনের নামে এবং অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে। এ মামলায় আগে আটক হওয়া সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শহরের পরিস্থিতি এখন অনেকটা শান্ত।
আরও পড়ুনফেসবুকে লেখালেখি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, থামাতে নবীগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি০৭ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৪৪ ধ র স ঘর ষ ঘটন য়
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে করাচির একটি বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি হয়তো কয়েক মাস আগে মারা গেছেন। খবর ডন নিউজের
বুধবার পুলিশের ডিআইজি (দক্ষিণ) সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার এক বহুতল ভবনের চতুর্থ তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য মঙ্গলবার দুপুরে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, হুমাইরার পরিবার লাহোরে থাকে। যোগাযোগ করা হলে তার বাবা লাশ নিতে রাজি হননি। বিষয়টি জানতে পেরে শোবিজ সংশ্লিষ্টরা লাশ দাফনের আগ্রহ প্রকাশ করেন। পরিবার যদি হুমাইরার লাশ গ্রহণ না করে, তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
আসাদ রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৩ সালে মডেলিং শুরু করেন। ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০১৮ সাল থেকে করাচির সেই ফ্ল্যাটে একাই বসবাস করতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া পরিশোধ বন্ধ করে দেন।