দেশের জ্বালানি ও পরিবহন এবং রাসায়নিক খাতের দুটি বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংগঠন দুটি হলো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই দুই সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় সংগঠন দুটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো.

আবদুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধিত বাণিজ্য সংগঠন। তবে এটির কার্যক্রম সন্তোষজনক না থাকায় সংগঠনটিকে কেন সুপ্ত সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না, সে জন্য সমিতির বর্তমান কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই নোটিশের সন্তোষজনক জবাব তারা উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া সংগঠনটির ভোটার তালিকা প্রণয়নে ত্রুটি রয়েছে এবং সে কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া সমিতির ঘোষিত ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনী তফসিল বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসারে ঘোষিত হয়নি। এসব কারণে সংগঠনটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে সমিতির দায়িত্ব নতুন নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করবেন।

অন্যদিকে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তবে সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে সর্বশেষ নির্বাচন পরিচালনা করেছে। ট্রাইব্যুনালের আদেশ ও সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের নিয়ম মানা হয়নি। এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নানা ত্রুটিও দেখা গেছে।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য স গঠন স গঠনট র পর চ ল ন কম ট

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের