দেশের জ্বালানি ও পরিবহন এবং রাসায়নিক খাতের দুটি বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংগঠন দুটি হলো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই দুই সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় সংগঠন দুটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো.

আবদুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধিত বাণিজ্য সংগঠন। তবে এটির কার্যক্রম সন্তোষজনক না থাকায় সংগঠনটিকে কেন সুপ্ত সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না, সে জন্য সমিতির বর্তমান কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই নোটিশের সন্তোষজনক জবাব তারা উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া সংগঠনটির ভোটার তালিকা প্রণয়নে ত্রুটি রয়েছে এবং সে কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া সমিতির ঘোষিত ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনী তফসিল বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসারে ঘোষিত হয়নি। এসব কারণে সংগঠনটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে সমিতির দায়িত্ব নতুন নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করবেন।

অন্যদিকে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তবে সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে সর্বশেষ নির্বাচন পরিচালনা করেছে। ট্রাইব্যুনালের আদেশ ও সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের নিয়ম মানা হয়নি। এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নানা ত্রুটিও দেখা গেছে।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য স গঠন স গঠনট র পর চ ল ন কম ট

এছাড়াও পড়ুন:

জুলাই শহীদদের স্মরণে ইবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (৯ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।  

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, রুকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক, আল আমিন, রিয়াজ, হাফিজ, শাহরিয়ার নিলয়,রেজাউল ও আলী নূর প্রমুখ।

জানা যায়, ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করেছে। কয়েক ধাপে তারা এসব গাছ রোপণ করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে একটি ফুল ও ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “জুলাই-আগস্টে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল, সেই শহীদের স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে একটি বাগান তৈরি করব। এছাড়াও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব।”

তিনি বলেন, “জিয়া ট্রি রোপণের মাধ্যমে আজ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটি সাম্য মানবিক মর্যাদার সুন্দর বাংলাদেশ চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাই শহীদদের ধারণ করব এবং জুলাই চেতনাকে ধারণ করব। সেই সঙ্গে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে ফরিদপুরে জাগপার লিফলেট বিতরণ
  • সংসদ নির্বাচন: চার ইসির নেতৃত্বে পাঁচ বিশেষ কমিটি
  • আরও ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, হামলায় নিহত ৭৪
  • মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চায় অ্যামনেস্টি
  • কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন: আটাব
  • জুলাই শহীদদের স্মরণে ইবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ