লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ হয় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়। সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা। 

বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাঁদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে। 

তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড ইউন স ত র ক রহম ন ত র ক রহম ন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

‘জোহরান, তুমি অসাধারণ’—ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা মীরা নায়ার

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। জোহরানের নির্বাচিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানালেন তাঁর মা ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় নির্মাতা জোয়া আখতারের একটি পোস্ট ইনস্টগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মীরা নায়ার। তাতে লেখা আছে, ‘জোহরান, তুমি অসাধারণ।’ স্টোরিতে মার্কিন র‍্যাপার জে জেডের ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’ গানটি জুড়ে দেন তিনি।

মা মীরা নায়ারের সঙ্গে জোহরান

সম্পর্কিত নিবন্ধ