প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ : ডিসি জাহিদুল
Published: 21st, October 2025 GMT
চ্যালেঞ্জ শিশুদের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।
এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিস্টি নিয়ে যান। তার তাকে দেখে শিশুরা খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন।
চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে দেশে সুন্দর হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আগামীর সমৃদ্ধশীল বাংলাদেশ পড়ার প্রত্যয় নিয়ে চাষঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সামাবেশের আয়োজন করা হয়।
নূর বলেন, এখনো আমরা কারো সঙ্গে জোট করিনি। দেশের পরিবর্তন, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে তাদের অবস্থান কী হবে-এগুলো স্পষ্ট হওয়ার পর আমরা জোট করবো। তার বাইরে জোট করব না।
তিনি বলেন, বাংলাদেশে গত ৫০ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। তাই আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
নূর বলেন, আগেও গণ অধিকার পরিষদের দুটি সমাবেশ নারায়ণগঞ্জে হয়েছে। সমাবেশে তিনি তরণদের কাছে প্রশ্ন রাখেন,যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সে স্বপ্ন কি পূরণ হয়েছে ? তা হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।
যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কমিটির গৃহায়ন ভূমি ও পূনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী নাহিদ,সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আজিম ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক আল মাহমুদ শরীফ প্রমুখ।