প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ : ডিসি জাহিদুল
Published: 21st, October 2025 GMT
চ্যালেঞ্জ শিশুদের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।
এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিস্টি নিয়ে যান। তার তাকে দেখে শিশুরা খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন।
চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ
বিশ্ব শিশু দিবস দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির রূপান্তর সৌর অপরাজিত চ্য্ম্পিয়ন হয়েছে। সাত খেলায় পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে সৌর একক কৃতিত্ব দেখিয়েছে। রানার আপ হয়েছে।
একই স্কুলের দ্বিতীয় শ্রেণির সমাদধীত সাম্য। তার সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অরুণ রায়, নারায়ণগঞ্ছ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির আলী সায়ের আহমাদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পোলস্টার ক্লাবের সভাপতি এস এম বাতেন, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ও দাবানুরাগী মো. শহীদুল ইসলাম স্বপন।
নাহার চেস একাডেমি আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতাটি পরিচলানা করেন জাতীয় দাবা বিচারক ও একাডেমির প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। সাত রাউন্ড রবিন লীগ পদ্ধতির এ প্রতিযোগিতাটি শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমি ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।