৪০ ওভার শেষে টাই, প্রথম সুপার ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারও টাই, তৃতীয় সুপার ওভারে ঐতিহাসিক জয়
Published: 17th, June 2025 GMT
গ্লাসগোয় কাল বাংলাদেশ সময় রাতে নতুন ইতিহাসের জন্ম হলো। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভারের ম্যাচ, যেখানে নেপালকে হারিয়ে জিতেছে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস।
স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। সেখানে কাল দ্বিতীয় ম্যাচে টস হেরে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বিক্রমজিৎ সিংয়ের ২৯ বলে ৩০ ও তেজা নিদামানুরুর ৩৭ বলে ৩৫ রানে ৭ উইকেটে ১৫২ রানে থেমেছে ডাচদের ইনিংস। তাড়া করতে নামা নেপালের জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল। সন্দ্বীপ লামিচাঁনে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৪০ ওভার শেষে ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।
আরও পড়ুন৬০০ শুধুই শ্রীলঙ্কার বিপক্ষে, প্রথম ডাবল সেঞ্চুরি ও আর যত রেকর্ড৫২ মিনিট আগেপ্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। মূল ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দেওয়া ডাচ স্পিনার ড্যানিয়েল ডোরামকে সুপার ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন নেপালের কুশল ভুরতাল। তাড়া করতে নেমে ডাচ ওপেনার মাইকেল লেভিট নেপাল পেসার করন কেসির প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু পরের তিনটি বলে মাত্র ৩ রান দেন করন। এরপর শেষ দুই বলে ছক্কা ও চার মেরে প্রথম সুপার টাই করেন ম্যাক্স ও’ডাউড।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১ উইকেটে ১৭ তুলেছে। তাড়া করতে নামা নেপালের হয়ে রোহিত পৌডেল প্রথম তিন বলেই ১১ রান তুলে ফেলেন। কিন্তু পরের দুটি বল ডট করেন ডাচ পেসার কাইল ক্লেইন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় সুপার ওভারও টাই হয়।
আরও পড়ুনঅশ্বিন ও তাঁর দলের বিরুদ্ধে রাসায়নিক পদার্থ দিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ১০ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ও লিস্ট এ মিলিয়ে ছেলেদের পেশাদার ক্রিকেটে খেলা প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভারে গড়ানোর পর রীতিমতো ট্র্যাজেডির শিকার হয় নেপাল। তৃতীয় সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে নেপাল যে কোনো রানই করতে পারেনি! ডাচ স্পিনার জ্যাক-লায়ন ক্যাচেটের করা প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে অলআউট হয় নেপাল। নেদারল্যান্ডসের লেভিট এরপর ব্যাটিংয়ে নেমে সন্দ্বীপ লামিচাঁনের প্রথম বলেই ছক্কা মেরে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় এনে দেন।
এর আগে মূল ম্যাচে ডাচদের ১৫২ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৪৮ রান করেন নেপালের অধিনায়ক রোহিত। ২৩ বলে ৩৪ এসেছে ওপেনার ভুরতালের ব্যাট থেকে। রুপেশ সিং করেন ১৪ বলে ১৯।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
জন্মদিনে দেশে নেই দেশবরেণ্য অভিনয়শিল্পী ববিতা। তিনি এখন আছেন কানাডায়, একমাত্র ছেলে অনিকের কাছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ছেলের কাছে উড়াল দিয়েছেন ববিতা। থাকবেন আগামী নভেম্বর পর্যন্ত। এরপর দেশবরেণ্যে এই অভিনয়শিল্পীর ঢাকায় ফেরার কথা। আজ বুধবার কানাডার স্থানীয় সময় সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে কথা প্রসঙ্গে জানালেন ববিতা।
আজ ৩০ জুলাই ববিতার জন্মদিন। কয়েক বছর ধরে এই দিনে ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গুলশানের বাসায় গান শোনা, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া হয়। এর বাইরে পরিচিতজনেরা শুভেচ্ছা জানান। এবার ওসব নেই, যেহেতু কানাডায় আছেন তিনি। ববিতা প্রথম আলোকে জানান, জন্মদিন নিয়ে সেভাবে কোনো ধরনের পরিকল্পনা নেই। কখনো এটা থাকেও না। বললেন, ‘আমার ছেলের আজকে অফিস আছে। বিকেল পাঁচটায় ওর অফিস শেষ হবে। এরপর মা–ছেলে দুজন মিলে ঘুরতে যাব। ছবি তুলব। রাতের খাবার খাব। কেক কাটব। তারপর দুজন মিলে বাসায় ফিরব। ছেলের কাছে আছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগার।’
ফরিদা আক্তার ববিতা