৪০ ওভার শেষে টাই, প্রথম সুপার ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারও টাই, তৃতীয় সুপার ওভারে ঐতিহাসিক জয়
Published: 17th, June 2025 GMT
গ্লাসগোয় কাল বাংলাদেশ সময় রাতে নতুন ইতিহাসের জন্ম হলো। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভারের ম্যাচ, যেখানে নেপালকে হারিয়ে জিতেছে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস।
স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। সেখানে কাল দ্বিতীয় ম্যাচে টস হেরে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বিক্রমজিৎ সিংয়ের ২৯ বলে ৩০ ও তেজা নিদামানুরুর ৩৭ বলে ৩৫ রানে ৭ উইকেটে ১৫২ রানে থেমেছে ডাচদের ইনিংস। তাড়া করতে নামা নেপালের জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল। সন্দ্বীপ লামিচাঁনে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৪০ ওভার শেষে ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।
আরও পড়ুন৬০০ শুধুই শ্রীলঙ্কার বিপক্ষে, প্রথম ডাবল সেঞ্চুরি ও আর যত রেকর্ড৫২ মিনিট আগেপ্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। মূল ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দেওয়া ডাচ স্পিনার ড্যানিয়েল ডোরামকে সুপার ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন নেপালের কুশল ভুরতাল। তাড়া করতে নেমে ডাচ ওপেনার মাইকেল লেভিট নেপাল পেসার করন কেসির প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু পরের তিনটি বলে মাত্র ৩ রান দেন করন। এরপর শেষ দুই বলে ছক্কা ও চার মেরে প্রথম সুপার টাই করেন ম্যাক্স ও’ডাউড।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১ উইকেটে ১৭ তুলেছে। তাড়া করতে নামা নেপালের হয়ে রোহিত পৌডেল প্রথম তিন বলেই ১১ রান তুলে ফেলেন। কিন্তু পরের দুটি বল ডট করেন ডাচ পেসার কাইল ক্লেইন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় সুপার ওভারও টাই হয়।
আরও পড়ুনঅশ্বিন ও তাঁর দলের বিরুদ্ধে রাসায়নিক পদার্থ দিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ১০ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ও লিস্ট এ মিলিয়ে ছেলেদের পেশাদার ক্রিকেটে খেলা প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভারে গড়ানোর পর রীতিমতো ট্র্যাজেডির শিকার হয় নেপাল। তৃতীয় সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে নেপাল যে কোনো রানই করতে পারেনি! ডাচ স্পিনার জ্যাক-লায়ন ক্যাচেটের করা প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে অলআউট হয় নেপাল। নেদারল্যান্ডসের লেভিট এরপর ব্যাটিংয়ে নেমে সন্দ্বীপ লামিচাঁনের প্রথম বলেই ছক্কা মেরে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় এনে দেন।
এর আগে মূল ম্যাচে ডাচদের ১৫২ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৪৮ রান করেন নেপালের অধিনায়ক রোহিত। ২৩ বলে ৩৪ এসেছে ওপেনার ভুরতালের ব্যাট থেকে। রুপেশ সিং করেন ১৪ বলে ১৯।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি থানার ওসি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
‘আমি থানার ওসি বলছি। আপনার মোবাইল ফোন হ্যাকড হয়েছে। আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করছে। হ্যাকারের পরিচয় শনাক্ত করতে আপনার হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠানো হয়েছে, সেখানে ক্লিক করুন।’ এমন ফোন পেয়ে ঘাবড়ে গিয়ে কথামতো লিংকে ঢোকেন মুঠোফোনের মালিক। এরপর ফোনের মালিক জানতে পারেন, তাঁর নম্বর থেকে পরিচিত বন্ধু, সহকর্মী ও স্বজনদের কাছ থেকে তাঁর নাম করে টাকা চাওয়া হচ্ছে। যখন বুঝতে পারেন তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।
মুঠোফোনে এমন প্রতারণা শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। আজ বুধবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করা হয়। হ্যাকড হওয়ার পর থেকেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে সহ-উপাচার্য নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক কামাল উদ্দিন।
আজ দুপুরে ফেসবুকে সহ–উপাচার্য লেখেন, ‘আসসালামু আইলাইকুম, কিছুক্ষণ পূর্বে আমার হোয়াটসঅ্যাপ ও বিকাশ নাম্বার প্রতারক হ্যাক করেছে। দয়া করে প্রতারিত হবেন না।’
জানতে চাইলে অধ্যাপক মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে একজন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটা লিংক পাঠানো হয়। তিনি এই লিংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়। এরপর এ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হয়। তখনই তিনি হ্যাকড হওয়ার বিষয়টি টের পান।
প্রতারণার শিকার হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন