গুলিবিদ্ধ হয়েও মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার, পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার
Published: 19th, June 2025 GMT
রাজধানীর ফকিরাপুল এলাকায় গুলিবিদ্ধ হয়েও নয় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করায় পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার পরেও তাঁরা তিনজনকে আটক করেছেন। মাদক ও গাড়ি জব্দ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাতে পল্টনে মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথাগুলো বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, তথ্য ছিল, চট্টগ্রাম থেকে মাদক নিয়ে একটি গাড়ি আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেট কারের গতিরোধের চেষ্টা করা হলে তা অমান্য করে গাড়িটি প্রায় ৬০০ গজ সামনে চলে যায়। পরে প্রাইভেট কারটি থামানো হয়। এ সময় প্রাইভেট কার থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে একজন গুলি চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আহত সদস্যরা হলেন—অভিযানে নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির শোয়েব, এএসআই আতিক হাসান ও কনস্টেবল মো.
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলিতে এএসআই আতিক হাসানের পেটে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর অস্ত্রোপচার করে গুলি বের করা হবে। কনস্টেবল সুজনের পায়ে গুলি লেগেছে। তাঁকে আজ রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরও তারা তিনজনকে আটক করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।’
পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে কথা উঠেছে। সন্ত্রাসীদের হাতে তো ভারী অস্ত্র ছিল—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহার হয় নাই। পিস্তল ব্যবহার হয়েছে।’
আরও পড়ুনঢাকার পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত: পুলিশ৮ ঘণ্টা আগেপুলিশ যে অস্ত্র নিয়ে কাজ করছে তা জীবন রক্ষায় যথেষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, পুলিশের যে ধরনের অস্ত্র দরকার সেটা দিয়েই কাজ করবে।
অপরাধীরা বেশি সুযোগ নিচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ, পুলিশ সাহসিকতার সঙ্গে গুলিবিদ্ধ হওয়ার পরও তাদের আটক করেছে।
পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনপুলিশের কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা১০ জুন ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক জ কর ক রব র সদস য
এছাড়াও পড়ুন:
খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র।
কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস