কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন একটি শক্তিশালী, স্বচ্ছ এবং টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ‘পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের কর্পোরেট সুশাসন পরিপালন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড.

মেলিতা মেহজাবিন ও ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “একজন ইন্টারমিডিয়ারি হিসেবে আপনারা পুঁজিবাজারের প্রতিটি স্তরে সঠিক তথ্য প্রদান, প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নিয়ম-নীতি মেনে চলা, স্বচ্ছতা বজায় রাখা এবং নৈতিক মানদণ্ডে অবিচল থাকা—এসবই পেশাগত দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুশাসন, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড বিষয়ে আরো গভীর সচেতনতা সৃষ্টি হবে। আশা করি, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করবেন এবং পুঁজিবাজারে সুশাসনের সংস্কৃতি সুসংহত করতে সক্রিয় ভূমিকা রাখবেন।”

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কমশালায় বিএসইসি'র পরিচালক মো. আবুল কালাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন কর্পোরেট গভর্নেন্সে আয়ের গুণগত মান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বারা কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ অনুসরণের বিষয়,কর্পোরেট সামাজিক দায়িত্ব, আর্থিক প্রতিবেদন প্রণয়নে দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণে কমপ্লায়েন্স, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কমপ্লায়েন্স: কোম্পানি সেক্রেটারির ভূমিকা, শেয়ারহোল্ডার ও শেয়ারহোল্ডার সক্রিয়তা এবং কর্পোরেট গভর্নেন্সে প্রকাশ সংক্রান্ত কমপ্লায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

ঢাকা/এনটি/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স শ সন

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

মঙ্গলবার (২১ অক্টোবর) এনএসইউ-এর অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান

ইউসিবির রাইট ইস্যুর আবেদনে অসঙ্গতি, বিএসইসির ব্যাখ্যা তলব

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

এনএসইউ-এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিনসহ বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএসইউ ফাইন্যান্স ক্লাবের সদস্য তাশফিয়া ও রিজভী।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্ত ‘গ্রাহক সেবা পক্ষ' উপলক্ষে বিআইসিএম পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এনএসইউ'র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের এ আয়োজন।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
  • ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান
  • পুঁজিবাজারে সূচকের উত্থান
  • পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু