মৌলভীবাজার সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপ করে রাখার দায়ে একজনের এক বছর ও দুজনের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ জুন) বেলা ১১টার উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাই স্কুলের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

তাজউদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল আহাদ। সুনামগঞ্জের আলী হোসেন (৪০) ও সোহাগ (১৯)। এর মধ্যে, আব্দুল আহাদকে এক বছর, আলী হোসেন ও সোহাগকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মাকে নির্যাতনের দায়ে ছেলের ২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

ইউএনও তাজউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অবৈধভাবে উত্তোলন করে স্তূপ করে রাখা বালু জব্দ করা হয়েছে।’’

ঢাকা/আজিজ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপজ ল

এছাড়াও পড়ুন:

সদর উপজেলার নতুন ইউএনও তাছলিমা শিরিন, পদোন্নতি পেলেন সাদিক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। 

গত ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার এক আদেশে  এ  তাছলিমা শিরিন কে সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। 

অন্যদিকে দায়িত্বরত নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করেছে সরকার। 

তিনি বিসিএস ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে সারা দেশব্যাপী প্রশাসনের সকল পদে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার।

তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জাফর সাদিক। পরিবর্তি প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারন, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও সকল সরকারি কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন জাফর সাদিক চৌধুরী।

বিগত আওয়ামীলীগ সরকারের স্বেচ্ছাচারীতার কারণে ধ্বংসস্তুপে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনয়ন ও মানোন্নয়নে তিনি নিয়েছেন নানা ভূমিকা। সকল শ্রেণী পেশার মানুষকে জনবান্ধব সেবা প্রদানে তিনি ছিলেন সচেষ্ট।

নতুন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন সে ধারা অব্যাহত রাখবেন এটাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ জনগণের প্রত্যাশা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির প্রোগ্রামে বাধা দেওয়ায় কথা কাটাকাটি, জিডি করলেন এসিল্যান্ড
  • সদর উপজেলার নতুন ইউএনও তাছলিমা শিরিন, পদোন্নতি পেলেন সাদিক