ফ্লোরিডার পাম বিচ গার্ডেনের নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্কে কাল অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। পিঠে কিলিয়ান এমবাপ্পে লেখা জার্সি পরে সেখানে হাজির হয়েছিলেন কয়েকজন ভক্ত। কিন্তু প্রিয় খেলোয়াড়ের দেখা মেলেনি।

আজ ফ্লোরিডা ছেড়ে নর্থ ক্যারোলাইনার শার্লটে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। শার্লটগামী বিমানেও ছিলেন না এমবাপ্পে। তাঁর না থাকার কারণ ক্লাব কর্তৃপক্ষই নিশ্চিত করেছে।

কদিন আগে পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এমবাপ্পে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাই ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ফরাসি তারকাকে রেখেই শালর্টে গেছেন দলের বাকিরা। রিয়ালের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

রিয়াল সমর্থকদের আরেকটি দুঃসংবাদ দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। সংবাদমাধ্যমটির দাবি, ঘাড়ে ব্যথা অনুভব করায় ডিফেন্ডার দানি কারভাহাল গতকাল অনুশীলন করেননি। এমবাপ্পের মতো কারভাহালও দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না।

আরও পড়ুনরিয়াল মাদ্রিদের এই অভিশাপ যেন শেষ হওয়ার নয়১৯ জুন ২০২৫

শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ রাতে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার মায়ামিতে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রেকর্ড পাঁচবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ফলে জাবি আলোনসোর দলের জন্য আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এমন ম্যাচেও দলের মূল স্ট্রাইকার এমবাপ্পে ও ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছে না তারা।

ঘাড়ে ব্যথার কারণে কারভাহাল আজ খেলতে পারবেন না.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ২৫–২৬ ডিসেম্বর

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি ‘১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী আয়োজক পরিষদ’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব মো. ওয়াহিদ মিয়া। লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সদস্য রাজীব হোসেন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া এসএসসির বিভিন্ন শিক্ষাবর্ষ অনুযায়ী নিবন্ধন ফি দুই হাজার থেকে তিন হাজার টাকা। এই চাঁদা অনলাইনে পরিশোধ করতে হবে। সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী আয়োজনের খসড়া উপস্থাপন করা হয়। আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, স্মৃতিচারণা, স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, আতশবাজি উৎসব, ক্রীড়ানুষ্ঠান, স্কুলের উন্নয়ন পরিকল্পনাবিষয়ক আলোচনা, র‌্যাফল ড্র, বিনোদন অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফরিদপুর জিলা স্কুল দেশের একটি ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন বিদ্যাপীঠ। আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফরিদপুরের এই শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে দেশবাসীর সামনে তুলে ধরে স্মৃতিময় এই পুনর্মিলনী আয়োজনকে সার্থক ও অবিস্মরণীয় আনন্দ উৎসবে পরিণত করি।’

সম্পর্কিত নিবন্ধ