অসুস্থ এমবাপ্পেকে রেখে শার্লটের বিমানে রিয়াল মাদ্রিদ
Published: 22nd, June 2025 GMT
ফ্লোরিডার পাম বিচ গার্ডেনের নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্কে কাল অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। পিঠে কিলিয়ান এমবাপ্পে লেখা জার্সি পরে সেখানে হাজির হয়েছিলেন কয়েকজন ভক্ত। কিন্তু প্রিয় খেলোয়াড়ের দেখা মেলেনি।
আজ ফ্লোরিডা ছেড়ে নর্থ ক্যারোলাইনার শার্লটে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। শার্লটগামী বিমানেও ছিলেন না এমবাপ্পে। তাঁর না থাকার কারণ ক্লাব কর্তৃপক্ষই নিশ্চিত করেছে।
কদিন আগে পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এমবাপ্পে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাই ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ফরাসি তারকাকে রেখেই শালর্টে গেছেন দলের বাকিরা। রিয়ালের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
রিয়াল সমর্থকদের আরেকটি দুঃসংবাদ দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। সংবাদমাধ্যমটির দাবি, ঘাড়ে ব্যথা অনুভব করায় ডিফেন্ডার দানি কারভাহাল গতকাল অনুশীলন করেননি। এমবাপ্পের মতো কারভাহালও দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না।
আরও পড়ুনরিয়াল মাদ্রিদের এই অভিশাপ যেন শেষ হওয়ার নয়১৯ জুন ২০২৫শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ রাতে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার মায়ামিতে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রেকর্ড পাঁচবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ফলে জাবি আলোনসোর দলের জন্য আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এমন ম্যাচেও দলের মূল স্ট্রাইকার এমবাপ্পে ও ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছে না তারা।
ঘাড়ে ব্যথার কারণে কারভাহাল আজ খেলতে পারবেন না.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন