ইরানে মার্কিন হামলা: বড় মোড় পরিবর্তনের মুহূর্ত
Published: 22nd, June 2025 GMT
বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ বছরের টানাপোড়েনে এটি ‘এক বড় মোড় পরিবর্তনের মুহূর্ত’। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা সীমারেখা অতিক্রম করেছে।
ডুসেট ব্যাখ্যা করে বলেন যে, এই হামলা নিশ্চিতভাবে এই উত্তেজনাকে নতুন পরিস্থিতিতে ফেলেছে, যা ‘খুবই অপ্রত্যাশিত এবং বিপজ্জনক’।
লিজ বলেন, পরবর্তীতে কী ঘটবে তা নির্ভর করছে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটির ওপর।
তিনি যোগ করেন, এখন এটা শুধু কথার লড়াই নয়, বরং মাটির ওপর বাস্তব যুদ্ধও ‘ক্রমশ জটিল হয়ে উঠছে’।
ইরানের কাছে খুব কম বিকল্প রয়েছে বলেও মনে করেন লিজ ডুসেট। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সবসময়ই ‘চরম সতর্কতা’ অবলম্বন করে এসেছেন। ইরানিরা যেটাকে বলে ‘কৌশলগত ধৈর্য’ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে চলা। সেই পথেই তিনি চলেছেন। কিন্তু এখন সেই খেলা প্রায় শেষের পথে’।
‘তিনি যদি খুব কম কিছু করেন, তাহলে সম্মান হারাবেন। আর যদি বেশি কিছু করেন, তাহলে সবকিছুই হারাতে পারেন’, যোগ করেন লিজ ডুসেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।