শাবিপ্রবি প্রশাসনের গাফিলতিতে ঝুঁকিতে ৯৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
Published: 23rd, June 2025 GMT
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি প্রক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। একটি ভুল এসএমএস ও ওয়েবসাইট বার্তার কারণে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান শাখা) অন্তত ৯৫ জন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি তৃতীয় ধাপের শুরুতে বিজ্ঞানের ৪০১তম থেকে ৪৯৫তম মেধাক্রমধারীদের রবিবার (২২ জুন) উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানায়। নিয়ম অনুযায়ী এসএমএস ও ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে ভর্তির নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (২০ জুন) রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়—প্রকাশিত তালিকাটি ভুলবশত দেওয়া হয়েছে। পরিবর্তে মানবিক শাখার ৫৮১ থেকে ৬৫০তম মেধাক্রমধারীদের ভর্তির জন্য ডাকা হয়।
এতে চরম বিপাকে পড়েছেন ভর্তির অপেক্ষায় থাকা বহু শিক্ষার্থী। হতাশা, ক্ষোভ এবং আতঙ্কে তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
আরো পড়ুন:
৮ ছাত্র সংগঠনের কার্যালয় মধুর ক্যান্টিন
টাঙ্গাইলে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
যশোর থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী সাজিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমি বাবার সঙ্গে ৬ হাজার টাকা খরচ করে শাবিপ্রবিতে ভর্তি হতে যাচ্ছিলাম। এখন জানানো হলো, ভুলবশত মেসেজ পাঠানো হয়েছে! আমরা কি খেলনা?”
আরেক শিক্ষার্থী বলেন, “এই একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। পরিবারের সবাই ভীষণ খুশি ছিল। বাবা আত্মীয়দের জানিয়ে দিয়েছেন। এখন কী বলবো সবার কাছে?”
কেউ কেউ অভিযোগ করেছেন, শাবিপ্রবির মেসেজ পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত আসন ছেড়ে দিয়েছেন। তাদের প্রশ্ন— এখন তারা কোথায় যাবেন?
বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, একটি জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয় এমন দায়িত্বহীন আচরণ করতে পারে না। এমন ভুল একটি শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
বিশ্ববিদ্যালয়ের এমন গাফিলতিকে শিক্ষার্থী ও অভিভাবকরা ‘চরম অবহেলা’ আখ্যা দিয়ে এর দায়ভার গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভবিষ্যতে যেন এমন ভুল আর না ঘটে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “ভুলটি অনিচ্ছাকৃত। তবে যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমরা ‘চতুর্থ কল’-এ অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। গুচ্ছ ভর্তি শেষে খালি আসনগুলোতে এই শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।”
ঢাকা/ইকবাল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ব প রব প রক শ
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।