সরাসরি: মার্কিন বিমানঘাঁটিতে হামলা: ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার
Published: 24th, June 2025 GMT
কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। মঙ্গলবার (২৪ জুুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার প্রতিবাদ জানাতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূত আলী সালেহ আবাদিকে তলব করেছে। কাতার এই হামলাকে ‘তার সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের গুরুতর লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের আছে।
আরো পড়ুন:
কাতারের রাজধানীতে বিকট বিস্ফোরণ, আকাশে জলন্ত কুণ্ডলী
২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের রাষ্ট্রদূতকে কাতার জোর দিয়ে বলেছে, “এই লঙ্ঘন সুপ্রতিবেশীসুলভ নীতি এবং কাতার ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। বিশেষ করে যেহেতু দোহা সবসময় ইরানের সঙ্গে সংলাপের পক্ষে এবং এই বিষয়ে অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।”
একটি পৃথক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়ে ইরানের ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ নিন্দা জানিয়েছে এবং বলেছে, এই আক্রমণ ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।