সরাসরি: মার্কিন বিমানঘাঁটিতে হামলা: ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার
Published: 24th, June 2025 GMT
কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। মঙ্গলবার (২৪ জুুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার প্রতিবাদ জানাতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূত আলী সালেহ আবাদিকে তলব করেছে। কাতার এই হামলাকে ‘তার সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের গুরুতর লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের আছে।
আরো পড়ুন:
কাতারের রাজধানীতে বিকট বিস্ফোরণ, আকাশে জলন্ত কুণ্ডলী
২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের রাষ্ট্রদূতকে কাতার জোর দিয়ে বলেছে, “এই লঙ্ঘন সুপ্রতিবেশীসুলভ নীতি এবং কাতার ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। বিশেষ করে যেহেতু দোহা সবসময় ইরানের সঙ্গে সংলাপের পক্ষে এবং এই বিষয়ে অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।”
একটি পৃথক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়ে ইরানের ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ নিন্দা জানিয়েছে এবং বলেছে, এই আক্রমণ ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব