কঠিন পরীক্ষার আগে রক্ষণে শক্তি বাড়ালেন বাটলার
Published: 24th, June 2025 GMT
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই খেলতে আজ রাতেই মিয়ানমার যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তার আগে বিকেলে এই সফরের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটি পরিবর্তন আনা হয়েছে স্কোয়াডে।
বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। মূলত মাঝমাঠ থেকে একজন (মার্ডি) কমিয়ে রক্ষণে শক্তি বাড়াতেই নিলুফাকে ডেকেছেন কোচ পিটার বাটলার।
গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই দলে ছিলেন মিলি। এরপর জর্ডান সফরে যাওয়া হয়নি তাঁর। আরেক গোলকিপার স্বর্ণা রানীও এর আগে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। ২০২২ এশিয়ান গেমসে বাংলাদেশ দলে ছিলেন স্বর্ণা। আর নিলুফা গত বছরের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। লম্বা সময় পর মিয়ানমার সফর দিয়ে আবার দলে ফিরেছেন তিনি।
অনুশীলনে নারী ফুটবলারা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব