শেষ ষোলোয় মেসিদের সামনে পুরনো ঠিকানার বড় চ্যালেঞ্জ
Published: 24th, June 2025 GMT
হার্ড রক স্টেডিয়ামের আলো ঝলমলে সন্ধ্যায় যখন ইন্টার মায়ামি এগিয়ে ছিল ২-০ গোলে, তখন মনে হচ্ছিল গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় উঠবে মেসির দল। কিন্তু ফুটবল শুধু গোল নয়, সময়ও বড় ফ্যাক্টর। আর ঠিক সেই সময়ের শেষ দশ মিনিটে সব ওলটপালট।
ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের বিপক্ষে জয়টাকে চোখের সামনে রেখে দিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ পর্যায়ে দুটি গোল খেয়ে ২-২ সমতায় আটকে গেল মায়ামি। ফলে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তাদের নিয়তি হলো গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়া।
এই ড্রয়ের অর্থ দাঁড়ালো, মেসিকে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হতে হবে শেষ ষোলোয়। ম্যাচটি হবে রোববার (২৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায়।
আরো পড়ুন:
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের নতুন চমকে সাজানো দল ঘোষণা
শেষটা জিতেও অ্যাটলেটিকোর বিদায়, ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে পিএসজি
পিএসজি মানেই তারকায় ঠাসা স্কোয়াড। ওসমানে দেম্বেলে, ভিতিনহা, ফাবিয়ান রুইজদের নিয়ে শক্তিশালী এক দল। মেসির জন্য বিষয়টা শুধু ম্যাচ নয়, আবেগেরও। এক সময় যাদের সঙ্গে মাঠ শেয়ার করেছেন, এবার সেই প্রিয় মুখগুলোর বিপক্ষেই লড়তে হবে নতুন পরিচয়ে।
‘বি’ গ্রুপেও ছিল জমজমাট লড়াই। পিএসজি, বোতাফোগো ও অ্যাটলেটিকো মাদ্রিদ; তিন দলই সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে আসে পিএসজি। বোটাফোগো জায়গা নেয় দ্বিতীয় স্থানে আর ছিটকে পড়ে অ্যাটলেটিকো।
ফলে শেষ ষোলোতে দেখা যাবে— পিএসজি বনাম ইন্টার মায়ামি ও বোতাফোগো বনাম পালমেইরাসকে।
ম্যাচ শেষে মেসির চোখেমুখে ছিল আক্ষেপ। জয় হাতের মুঠোয় এসেও চলে যাওয়ায় হতাশ হতেই পারেন এই আর্জেন্টাইন মহাতারকা। দলের দুর্দান্ত শুরু, সুয়ারেজের গোল, সবকিছুই হার মানলো শেষ দশ মিনিটের ঘাটতিতে।
তবে সামনে অপেক্ষা করছে আরেক বড় সুযোগ। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমে যদি নিজের নতুন দলকে নিয়ে যেতে পারেন কোয়ার্টার ফাইনালে, তাহলে সেটা মেসির ক্যারিয়ারের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে