ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিষ মিশ্রিত পানি পান করা ৫ শিক্ষার্থী শঙ্কামুক্ত

বরগুনার পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে বিষ মিশ্রিত পানি পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫ শিক্ষার্থী শঙ্কামুক্ত। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তাদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন। 

ছাড়পত্র পাওয়ার পর পাঁচ শিক্ষার্থী আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী, সাবিনা ও সুরাইয়া নিজ নিজ বাড়িতে ফিরেছেন। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন রাইজিংবিডিকে বলেন, “পাঁচ শিক্ষার্থী শঙ্কামুক্ত। তাই তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কিছুটা ভয়ের মধ্যে রয়েছে। সময়ের সাথে সাথে পুরোপুরি সুস্থ হবে।”

এর আগে গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শ্রেণিকক্ষে বিষ মিশ্রিত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে পাঁচ শিক্ষার্থী। শ্রেণিকক্ষে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, “গতকালকের এমন ঘটনায় আজ বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের স্বাভাবিক করতে। শিক্ষার্থীদের পানি অথবা যে কোন খাবারের আগে সতর্ক থাকারও নোটিশ দিয়েছি।”

ঢাকা/ইমরান/এস

সম্পর্কিত নিবন্ধ