মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানের তিন টি-টোয়েন্টি
Published: 25th, June 2025 GMT
নিরাপত্তা শঙ্কার মাঝেই মে-জুনে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
ফিরতি সফরে এবার পাকিস্তান আসছে বাংলাদেশে। আগামী ১৬ জুলাই পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে। মূলত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দুই দলের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (২৫ জুন) টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ভেন্যুতেই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে এই সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আরো পড়ুন:
তারকাবিহীন দল নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান
দল গোছাতে সময় চাইলেন সিমন্স
পাকিস্তানের ১০ দিনের সফর শেষ হবে ২৫ জুলাই।
২০২১ সালের পর পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। সবশেষ সফরে মিরপুরে তিন টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলেছিল তারা। দুই টেস্টের একটি চট্টগ্রামে, অপরটি মিরপুরে হয়েছিল।
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত, দুই দলের ২২ বার টি-টোয়েন্টিতে দেখা হয়েছে। ১৯ বারই ম্যাচ জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ