সময় এসে গেছে, বিদায় বলার। ১৩ বছরের রুপকথার গল্প শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। সাদা জার্সিতে স্মরণীয় এক যুগ কাটিয়ে এবার তিনি পাড়ি জমাচ্ছেন ইতালির ফুটবল ঐতিহ্যের আরেক গর্ব এসি মিলানে।

রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ, ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি! এমন সাফল্যে মোড়া এক ক্যারিয়ার শেষ করাটা সহজ নয়। তাই হয়তো ঘরের মাঠে শেষ ম্যাচে চোখের কোণে পানি নিয়ে বিদায় জানিয়েছিলেন সমর্থকদের, হৃদয়ে রেখে গেছেন স্মৃতির পাহাড়।

তবে ক্যারিয়ারের গতি এখনো থামেনি। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পর্যায়ে তিনি নিজেকে ধরে রাখছেন। ৩৮ বছর বয়সেও পেশাদারিত্বে ঘাটতি নেই বলেই হয়তো তাকে নিতে আগ্রহী হয়ে উঠেছে ইতালির ক্লাব এসি মিলান।

আরো পড়ুন:

৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলেকজান্ডার-আর্নল্ড

রিয়ালে এবার ‘১০’ নম্বরে এমবাপ্পে!

যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা নিশ্চিত করেছেন, ক্লাব বিশ্বকাপের পর এই ক্রোয়াট মহাতারকাকে দেখা যাবে লাল-কালো জার্সিতে।

আরও চমকপ্রদ তথ্য, এক বছরের চুক্তিতে মদ্রিচের বার্ষিক আয় হবে প্রায় ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা! সঙ্গে থাকছে বিশেষ পারফরম্যান্স বোনাসও।

যেখানে অনেকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়ে বড় মঞ্চ থেকে সরে দাঁড়ান, মদ্রিচ সেখানে যুদ্ধজয়ের তৃষ্ণা নিয়ে এসি মিলানের শিবিরে যোগ দিচ্ছেন। তার পায়ে এখনো যাদু আছে, আর মগজে খেলার দর্শন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল মদ র চ

এছাড়াও পড়ুন:

সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরো পড়ুন:

মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১ 

শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।” 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ