আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, গাছ থেকে মরদেহ উদ্ধার
Published: 26th, June 2025 GMT
রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
মৃত ব্যক্তির নাম শামসুল হক (৪৫)। তিনি ওই গ্রামের লোকমান আলীর ছেলে। শামসুল হক দিনমজুর মানুষ। তিনি এই মৌসুমে এলাকায় আম পাড়তেন। তাঁর তিন মেয়ে রয়েছে।
পারিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেফাত আলী বলেন, শামসুল সকালে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর আর্থিক অবস্থা ভালো নয়। দিনমজুরি করে চলতেন তিনি।
স্থানীয় বাসিন্দা কাউসার আলী বলেন, আজ সকালে বাড়ির পাশে আম পাড়তে যান শামসুল হক। তিনি সেখানে একাই ছিলেন। ওই আমগাছ ঘেঁষে বৈদ্যুতিক লাইন গেছে। আম পাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রায় দুই ঘণ্টা পর তাঁকে গাছ থেকে উদ্ধার করা হয়। তিনি বেশকিছু আম পেড়েছিলেন। আমের ব্যাগ, আম পাড়ার লগা-ঠুসি (আম পাড়ার বিশেষ কোটা) নিয়ে তিনি গাছের ডালেই ছিলেন। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। তাঁর আম পাড়ার কোটা তাজা (বিদ্যুৎ পরিবাহী) ছিল। সেই কোটার সঙ্গে তার বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তাঁর মরদেহ আমগাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম প ড় র
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।