রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মৃত ব্যক্তির নাম শামসুল হক (৪৫)। তিনি ওই গ্রামের লোকমান আলীর ছেলে। শামসুল হক দিনমজুর মানুষ। তিনি এই মৌসুমে এলাকায় আম পাড়তেন। তাঁর তিন মেয়ে রয়েছে।

পারিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেফাত আলী বলেন, শামসুল সকালে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর আর্থিক অবস্থা ভালো নয়। দিনমজুরি করে চলতেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাউসার আলী বলেন, আজ সকালে বাড়ির পাশে আম পাড়তে যান শামসুল হক। তিনি সেখানে একাই ছিলেন। ওই আমগাছ ঘেঁষে বৈদ্যুতিক লাইন গেছে। আম পাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রায় দুই ঘণ্টা পর তাঁকে গাছ থেকে উদ্ধার করা হয়। তিনি বেশকিছু আম পেড়েছিলেন। আমের ব্যাগ, আম পাড়ার লগা-ঠুসি (আম পাড়ার বিশেষ কোটা) নিয়ে তিনি গাছের ডালেই ছিলেন। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। তাঁর আম পাড়ার কোটা তাজা (বিদ্যুৎ পরিবাহী) ছিল। সেই কোটার সঙ্গে তার বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তাঁর মরদেহ আমগাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম প ড় র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ