ইনসাফময় সন্ধ্যায় রাজের প্রশংসায় চঞ্চল, এলো আরও বড় এক ঘোষণা
Published: 26th, June 2025 GMT
ঈদ শেষে যখন ঢাকার প্রেক্ষাগৃহগুলো ধীরে ধীরে দর্শক কমছে ঠিক তখন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের একটি রাত যেন হয়ে উঠল এক নির্মল চলচ্চিত্র উৎসব। কারণ গতকাল এখানে অনুষ্ঠিত হলো ঈদে মুক্তি পাওয়া সিনেমা ইনসাফ এর বিশেষ প্রদর্শনী। আর এখান থেকেই আনুষ্ঠানিকভাবে খবর এলো ‘ইনসাফ ২’।
নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত এই চলচ্চিত্র নিয়ে শুরু থেকেই আলোচনার কমতি ছিল না। বিশেষ প্রদর্শনী শেষে যখন আলো জ্বলে উঠল, তখন দর্শকের চোখে-মুখে একটাই কথা-এই সিনেমা শুধু বিনোদন নয়, এটা বাংলা সিনেমার এক সাহসী উচ্চারণ। ইনসাফ সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রদর্শনী শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি বললেন, “আসলে আজকে এসে আমি চমকে গেছি। ইনসাফ যারা দেখবে, তারাও চমকে যাবে-এটা বলাই যায়। ছবিটা অসাধারণ লেগেছে। সঞ্জয় খুব ভালো নির্মাণ করেছেন।”
কিন্তু আসল মজার অংশ তখনই এলো, যখন তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে। পর্দায় ওকে দেখে ভয় লেগেছিল। যদি হঠাৎ এখন একটা কোপ দিয়ে বসে! হা হা হা।’
এই বক্তব্য শুনে হেসে উঠলেন সবাই। কিন্তু এই হাসির মধ্যেও ছিল সত্যিকারের এক প্রশংসা-রাজের অভিনয় যে বাস্তবতাকে ছুঁয়ে গেছে, সেটাই বলছিলেন চঞ্চল।
ছবিতে শরীফুল রাজের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় বাণিজ্যিক মসলাদার চরিত্রে দেখা গেল তাসনিয়া ফারিণকে। গানে, সংলাপে, অ্যাকশনে সবখানেই ফারিণের পারফরম্যান্স দর্শককে চমকে দিয়েছে। তাকে নিয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু অকপটে বললেন, “এই ছবির মাধ্যমে আমরা পেয়েছি একজন নতুন অ্যাকশন হিরোইন। ফারিণ নিজেকে প্রমাণ করেছেন।”
‘ইনসাফ’ নিয়ে যখন প্রশংসার ঢেউ বইছিল, তখনই বিশেষ প্রদর্শনী শেষে বড় ঘোষণা দিলেন ছবির প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বললেন, “আজকের ‘ইনসাফ’ ছবিকে বিট করবে ‘ইনসাফ ২’। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি।”
তিনি আরও জানান, ‘ইনসাফ ২’ মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়। চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। রাজ-ফারিণ জুটির সঙ্গে এবার যুক্ত হতে পারেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম-এই তথ্যই যেন দর্শকদের জন্য আলাদা এক চমক।
প্রযোজক ইঙ্গিত দিয়েছেন, যেভাবে চঞ্চল চৌধুরীর আগমনের মাধ্যমে ‘ইনসাফ’ শেষ হয়, তাতে মনে হচ্ছে পরবর্তী কিস্তি হতে পারে ‘চঞ্চল শো’’
গতকালের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রাঙ্গনের একঝাঁক বরেণ্য মানুষ—দেলোয়ার জাহান ঝন্টু, শাহীন সুমন, শাহীন কবির টুটুল, গাজী মাহবুব, ফজলুর রহমান বাবু, প্রযোজক খসরু এবং জাহিদ হাসান অভি প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র স ন ম চলচ চ ত র ইনস ফ
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।