আলোচিত এসআই সুকান্ত অবশেষে গ্রেপ্তার
Published: 26th, June 2025 GMT
অবশেষে পুলিশের সেই আলোচিত উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাসকে খুলনা সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তার-সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাকে কোর্টে চালান দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ জনতা এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানায় সোপর্দ করে। কিন্তু, রাতেই থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কেএমপির সদর দপ্তর ঘেরাও করে কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে। তারা কেএমপির কমিশনার মো.
ঢাকা/নূরুজ্জামান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫
গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে মারাত্মক আহত কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা জানান, জমিজমা নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সাথে একই গ্রামের সহিদ সরদারের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদারের এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়। বাঁধা দিলে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদার ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে মারাত্মক আহতাবস্থায় ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/বাদল/এস