স্বামী মোজাহেদ হাসান পুলিশ পরিদর্শক। কাজের ফাঁকে গান লিখেন, গান করেন। স্বামীর লেখা গানের একটি লাইন বেশ মনে ধরেছিল আসমাউল হোসনার– ‘ডলার বাতাসে উড়ে/যার যোগ্যতা আছে, সেই ধরতে পারে।’ হোসনা মনে মনে ঠিক করলেন, তিনি ডলার ধরবেন। যেই ভাবা সেই কাজ, গত বছরের শুরুর দিকে ফেসবুকে ‘কিছু করতে চাই’ নামের একটি গ্রুপে যুক্ত হন তিনি। সেই গ্রুপে ‘নারীদের সফলতার গল্প’ পড়েন আর নতুন কিছু করার স্বপ্ন দেখেন যৌথ পরিবারের বউ হোসনা। তবে সংসারের কাজের ফাঁকে ভিন্ন ট্র্যাকের কিছু করা নিয়ে কিছুটা উদ্বিগ্নও ছিলেন দুই সন্তানের এই জননী।
এই সময় আসমাউল হোসনা একদিন এনটিভিতে ফ্রিল্যান্সিং শেখানোর প্রতিষ্ঠান লিডিং লাইটের কর্ণধার সিনথিয়া আকতার লিজার সাক্ষাৎকার দেখেন। লিজা ফ্রিল্যান্সিং মাসে আয় করেন ৪ লাখ টাকা। হোসনা চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান লিডিং লাইটে। গত বছরের মার্চে শুরু হয় ফ্রিল্যান্সিং শেখার কোর্স। কোর্স চলাকালীন আগস্টে প্রথম নেদারল্যান্ডসের একজন ক্লায়েন্টের কাজ পান তিনি। কাজটা সফলভাবে সম্পন্ন করেন। গত বছরের আগস্টে দেশ ছিল টালমাটাল, জুলাই গণঅভ্যুত্থানের রেশ তখনও চলছে দেশে। ২৩ আগস্ট আসমাউল হোসনা যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিছানায়, তখনই আসে প্রথম ৪৫ ডলারের পেমেন্ট। হোসনার ডলার ধরার স্বপ্ন বাস্তবে রূপ পেল।
এরপর আর ফিরে তাকাতে হয়নি গৃহবধূ আসমাউল হোসনাকে। এখন তিনি ইউক্রেন,
জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের স্থায়ী চারজন বায়ার এবং তিনটি গ্লোবাল সোশ্যাল মিডিয়া কোম্পানির ম্যানেজার। ফ্রিল্যান্সিং করে এখন তার মাসিক আয় ১২০০–১৫০০ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় দেড় লাখ টাকা। গত ঈদে নিয়মিত আয়ের পাশাপাশি পেয়েছেন বোনাস ডলার।
বর্তমানে সোশ্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজমেন্ট, ফেসবুক-ইনস্টাগ্রাম ক্যাম্পেইন রানের পাশাপাশি ওয়েবসাইট তৈরি করেন আসমাউল হোসনা। ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট স্ট্র্যাটেজি, অর্গানিক গ্রোথ টেকনিক এবং এনালিটিক্স ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে অবদান রাখছেন তিনি।
প্রথম ডলার পাওয়ার অনুভূতি বললেন আসমাউল হোসনা–‘আমি তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জ্বরে কাবু, বিছানায় পড়ে আছি। এই সময়ে এলো সুখবর, আমার একাউন্টে জমা হলো ৪৫ ডলার। তখন আমার মনে হলো কখনও কখনও দুঃসময়ও মানুষকে সেরা মুহূর্ত উপহার দেয়।’
কক্সবাজারের সাগরকন্যা খ্যাত কুতুবদিয়ার লেমশীখালীর মেয়ে আসমাউল হোসনা। সাগরের গর্জন আর ঝাউবনের গান শুনে বড় হয়েছেন তিনি। সেখান থেকে ডিজিটাল দুনিয়ায় নিজস্ব পরিচিতি গড়ে তোলা যেন এক ‘রূপকথার গল্প’। ২০১৫ সালে লেমশীখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন হোসনা। ২০১৭ সালে চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করা ছিল তার জন্য ‘টার্নিং পয়েন্ট’। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই পারিবারিক সিদ্ধান্তে পুলিশ কর্মকর্তা মোজাহেদ হাসানের সঙ্গে বিয়ে হয় হোসনার। পরে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে গণিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
স্বামীর কর্মস্থল কখনো শহরে, কখনো মফস্বলে, কখনো পাহাড়ে–কখনো সমতলে। শুরু দিকে এই নতুন পরিবেশ মানিয়ে নিতে তাঁকে মানসিকভাবে লড়াই করতে হয়েছে। কিন্তু দ্বীপকন্যা ছিলেন অন্য ধাতুতে গড়া, তাই সবসময় সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। আসমাউল হোসনা বলেন, ‘আমার স্বামী বাংলাদেশ পুলিশের একজন সদস্য, তিনিই আমার স্বপ্নের সারথী, আমার সাফল্যের চালিকা শক্তি। স্বামীর সহৃদয় সহায়তায় আমি নতুন দিনের আলো দেখেছি।’
স্বামী, সন্তান, সংসার দেখভাল করার পর ফ্রিল্যান্সিংয়ের জন্য সময় বের করেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে আসমাউল হোসনা বলেন, ‘এই পেশায় আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টাইম ম্যানেজমেন্ট। আমাদের যৌথ পরিবার। সঠিক পরিকল্পনার মাধ্যমে সংসার সামলানোর পাশাপাশি পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস–ইচ্ছা থাকলে সবই সম্ভব।’
‘ডলার তো ধরছেন, এখন আপনার পরিকল্পনা কী?’–এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ভবিষ্যত পরিকল্পনা হলো, ডিজিটাল সেক্টরে গ্রামের মেয়েদের দক্ষ করে তোলা। আমি চাই এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা মেয়েরা ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারবেন। আমার বিশ্বাস, শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব এবং নারীদের দক্ষ করে তোলার মধ্যে দিয়েই দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী করা যাবে।’
নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কী? ‘মহান আল্লাহর দেওয়া অফুরন্ত শক্তির ওপর বিশ্বাস রেখে সঠিকভাবে চেষ্টা করে গেল সাফল্য আসবেই। শেখার কোনো শেষ নেই। প্রথম দিকে সবকিছুই একটু কঠিন লাগে, সময়ের সঙ্গে সহজ হয়ে যায়। আমি মনে করি, গৃহিণীদের জন্য ফ্রিল্যান্সিংয়ে দারুণ সুযোগ রয়েছে। আমরা রান্না, খাওয়া ও ঘুমানোর ফাঁকে একটু সময় পেলেই স্মার্ট ফোনে ঢু মারি। আমার পরামর্শ থাকবে ফেসবুক, ইউটিউবে অযথা সময় নষ্ট না করে গৃহবধু, তরুণ–তরুণীরা যে ফ্রিল্যান্সিং শিখে, আয়ের পথ খুঁজেন।’–বলেন আসমাউল হোসনা।
উৎস: Samakal
কীওয়ার্ড: গল প র জন য আম র স প রথম
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও বিবরণ১। সহকারী অধ্যাপক
বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।
বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
২। সহকারী অধ্যাপক
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে৩। প্রভাষক
বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান
পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগেআবেদনের নিয়ম
প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৭৫০ টাকা।
আবেদনের শেষ সময়
তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫