উত্তর আমেরিকায় রেকর্ড গড়ল ‘উৎসব’, কত আয় করল সিনেমাটি
Published: 28th, June 2025 GMT
‘উৎসব’ মুক্তির ২২তম দিন চলছে। অনেক সিনেমার দর্শকসংখ্যা কমলেও ব্যতিক্রম তানিম নূরের ‘উৎসব’। তৃতীয় সপ্তাহে এসেও বেশির ভাগ শো হাউসফুল। দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। ২০ জুন দেশের বাইরে মুক্তি পেয়ে সিনেমাটি রেকর্ড করছে। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ঢালিউড সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এটি।
আরও পড়ুন‘“উৎসব”–এর মতো সিনেমা হলে প্রেক্ষাগৃহে আসার উৎসাহ তৈরি হবে’১৯ জুন ২০২৫‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে জাহিদ হাসান, আফসানা মিমি, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চারুকলায় বর্ষা উৎসব ঘিরে প্রাণের মেলা
বর্ষার আবহে ঢাকার চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হলো নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা’।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৃত্যশিল্পী অর্থী আহমেদের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানটি আয়োজন করে অর্থী আহমেদ ডান্স একাডেমি।
গত ৮ আগস্ট খোলা আকাশের নিচে মঞ্চস্থ এই পরিবেশনায় অংশ নেন ১৮ থেকে ৭০ বছর বয়সী মোট ১১০ জন শিল্পী। তাদের মধ্যে ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, গৃহিণী ও শিক্ষার্থীসহ নানা পেশার এবং লিঙ্গের মানুষ।
আয়োজকরা জানান, ‘ঘনঘটা’ কেবল একটি নৃত্যপ্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব—যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়। গ্ল্যামারের বাহুল্য এড়িয়ে, প্রকৃতির সান্নিধ্যে অনুষ্ঠিত এ পরিবেশনায় ফুটে উঠেছে আবেগ, সতেজ সৌন্দর্য ও নিবিড় অনুভব।
অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা কেউ পেশাদার নৃত্যশিল্পী নন; বরং নিছক শখ থেকেই নাচের প্রতি তাদের এই ভালোবাসা। আয়োজকদের ভাষায়, সমাজের চিরাচরিত ধারণা ভেঙে নিজের ইচ্ছেগুলোকে মুক্তি দেওয়ার উৎসবই ছিল ‘ঘনঘটা’।
ঢাকা/সুমি/ইভা