গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পান বাংলাদেশি মডেল ও অভিনেতা নিরব হোসেন। মুহূর্তেই তাঁর সঙ্গে দেখা হওয়ার সেই দিনের কথা মনে পড়ে যায় এই বাংলাদেশি তারকার। ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শেফালির মৃত্যুর খবরটা একেবারে অবিশ্বাস্য। ভাবতেই পারছেন না, এত অল্প বয়সে মারা গেছেন তিনি।

প্রায় দুই যুগ আগের কথা। সেই সময়ে সত্তরের দশকে মুক্তি পাওয়া ধর্মেন্দ্র-আশা পারেখ অভিনীত ‘সমাধি’ সিনেমার ‘কাঁটা লাগা’ গানটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। ২০০২ সালে সেই গানে মডেল হয়ে রাতারাতি জনপ্রিয়তা পান ভারতীয় মডেল শেফালি জারিওয়ালা। এটি ছিল সদ্য প্রয়াত এই অভিনেত্রী ও মডেলের প্রথম কাজ। তখন শেফালির বয়স মাত্র ১৯ বছর। সেই সময়েই তুমুল সাফল্য তাঁকে আর ক্যারিয়ার নিয়ে পেছনে তাকাতে দেয়নি। একের পর এক মডেলিং, স্টেজ শোর পাশাপাশি নাম লিখিয়েছিলেন সিনেমায়। নিরবও তখন থেকেই চেনেন শেফালিকে।

ভারতীয় মডেল শেফালি জারিওয়ালা। ছবি: ইনস্টাগ্রাম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা। 

আরো পড়ুন:

আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত নিবন্ধ